ফের হাওড়া শাখায় নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রেন চলাচল। যার জেরে দুর্ভোগে পড়তে পারে সাধারণ মানুষ। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া বিভাগের তারকেশ্বর শাখায় নালিকুল এবং মালিয়া স্টেশনের মাঝে ব্রিজের কাজের জন্য একাধিক লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী হরিপালে ব্রিজ এর পুনর্নির্মাণের জন্য শনিবার ও রবিবার পাওয়ার ও ট্রাফিক ব্লক থাকবে। যার জেরে ২৮ ডিসেম্বর (শনিবার) এবং ২৯ ডিসেম্বর (রবিবার) লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হতে পারে বলে জানিয়েছে।           


শনিবার কী কী ট্রেন বাতিল? 


হাওড়া থেকে 37349, 37351, তারকেশ্বর থেকে 37352, 37354         


রবিবার কী কী ট্রেন বাতিল? 


হাওড়া থেকে 37371, 37309, 37311, 37313, 37315, 37319, 37359, 37303, 37307           
শেওড়াফুলি থেকে 37411, 37415


তারকেশ্বর থেকে 37312, 37314, 37316, 37318, 37320, 37322, 37412, 31416 


গোঘাট থেকে 37372 
আরামবাগ থেকে 37360 
হরিপাল থেকে 37308    
সিঙ্গুর থেকে 37304   


এছাড়াও 37373 হাওড়া-গোঘাট লোকাল ২৯ ডিসেম্বর রবিবার তারকেশ্বর থেকে ছাড়বে। ট্রেনটি হাওড়া-তারকেশ্বর রুটে আংশিক বাতিল থাকবে । যাত্রী সাধারণের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছে ভারতীয় রেল ৷                 



এদিকে, হাওড়া স্টেশনের কাছে বেনারস রোডে রেল ওভার ব্রিজ তৈরির জন্য ১ মাস বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। ২২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন হাওড়া-ব্য়ান্ডেল লাইনে আপ-ডাউন মিলিয়ে ৩০টি ট্রেন বাতিল করা হয়েছে। এরই মধ্যে ফের ট্রেন বাতিলে সমস্যায় পড়তে পারেন হাওড়া শাখার বহু যাত্রী।                               


 আরও পড়ুন, কল খুললেই রক্তবর্ণ জল, সঙ্গে দুর্গন্ধ! গায়ে লাগতেই চর্মরোগ, উলুবেড়িয়ায় ভয়ঙ্কর ঘটনা


ট্রেন বাতিলের পাশাপাশি আগামী এক সপ্তাহের জন্য ঘুরপথে চলছে কিছু ট্রেন। পূর্ব রেলের তরফে জানান হয়, ১ ফেব্রুয়ারি পর্যন্ত কিছু মেল ও এক্সপ্রেস নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে পৌঁছবে গন্তব্যে। সেই তালিকায় রয়েছে, 


দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস     
দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস       


দ্বারভাঙা-হাওড়া উইকলি এক্সপ্রেস         
মোকামা-হাওড়া এক্সপ্রেস      


মুজফফরপুর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেস     
রক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস।        



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে