সুনীত হালদার, হাওড়া: ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল হাওড়ার (howrah) ডোমজুড়ের (domjur) থার্মোকল কারখানা। দমকলের চেষ্টায় প্রায় ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনও খবর নেই। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান দলকলের।
দাউদাউ করে জ্বলছে আগুন! ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। আগুনের তীব্রতায় ভেঙে পড়েছে কারখানার শেড। ফাটল ধরেছে দেওয়ালে। শনিবার বিধ্বংসী আগুনে এভাবেই পুড়ে ছাই হয়ে গেল হাওড়ার ডোমজুড়ের একটি থার্মোকলের কারখানা।
ঘড়ির কাঁটায় তখন দুপুর ১টা। ডোমজুড়ের রাজাপুর দক্ষিণদাঁড়িতে এই থার্মোকল কারখানায় কাজে করছিলেন কর্মীরা। স্থানীয় সূত্রে খবর, সেময়ই আগুন লাগে কারখানায়। সেখানে দাহ্য পদার্থ মজুত থাকায়, দ্রুত ছড়িয়ে পড়ে আগুন! আশেপাশের কারখানা ও বিদ্যুতের সাবস্টেশন থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা। প্রায় ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
এদিন, কলকাতা নেতাজিনগরের বিদ্যাসাগর কলোনিতে একটি বাড়িতে আগুন লেগে যায়। সেই আগুনে ঝলসে মৃত্যু হল ৭২ বছরের এক মহিলার। স্থানীয় সূত্রে খবর, বেলা সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে এদিন দেশের অন্য প্রান্তে লাগে, মুম্বইয়ে একটি বহুতলে ভয়াবহ আগুন। ২ জনের মৃত্যু হয়েছে। আহত ১৫ জন, ভর্তি হাসপাতালে। আজ সকালে তারদেওয়ে ভাটিয়া হাসপাতালের কাছে ২০তলা আবাসনে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে যায় দমকলের ১৩টি ইঞ্জিন। আবাসনে আটকে পড়া বেশ কয়েকজনকে বের করে আনা হয়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। মুম্বই শহরের মেয়র কিশোরী পেডনেকর সংবাদমাধ্যমে বলেন, ‘‘ছ’জন প্রবীণ নাগরিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের অক্সিজেনের প্রয়োজন পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সকলকে। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এলেও ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা আবাসন। সকলকে আবাসন থেকে বার করে আনা হয়েছে।’’