নয়া দিল্লি: মার্কিন সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর তিনটি নতুন গবেষণা জানিয়েছে  বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে হাসপাতালে ভর্তির ঝুঁকি ৯০ শতাংশ কমাতে পারে। বিশ্বজুড়ে এখনও বজায় রয়েছে ওমিক্রন দাপট। সেই আবহে এই গবেষণা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্বাস্থ্য মহলের একাংশ। প্রসঙ্গত, ওমিক্রনের বিরুদ্ধে ভ্যাকসিন সুরক্ষার জন্য এটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম বড় গবেষণা। শুক্রবার প্রকাশিত ওই গবেষণায় আরও বলা হয়েছে যে, টিকা না নেওয়া ব্যক্তিদের ঝুঁকি অনেকটাই বেশি এবং গুরুতর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে পারেন।                          


কী জানাচ্ছে সিডিসির গবেষণা?


প্রথম সমীক্ষা ২০২১ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যে প্রায় ৮৮ হাজার হাসপাতালে ভর্তি রোগীদের ওপর করা হয়েছে। সমীক্ষায় দেখা গেছে যে দুটি ভ্যাকসিন শট ওমিক্রনের বিরুদ্ধে হাসপাতালে ভর্তি প্রতিরোধে ৫৭ শতাংশ কার্যকর ছিল। দ্বিতীয় শট নেওয়ার অন্তত ছয় মাস পরে বুস্টার ডোজ নিলে ৯০ শতাংশে ভাল অনাক্রম্যতা দেখা যাচ্ছে।                   


বুস্টার ডোজগুলি নিজেরাই ৮২ শতাংশ কার্যকর ছিল বলে জানান হয়েছে। এও বলা হয়েছে, দ্বিতীয় ডোজের অন্তত ছয় মাস আগে নেওয়া হলে দুটি ডোজ মাত্র ৩৮ শতাংশ কার্যকরী হচ্ছে। সমীক্ষায় দেখা গেছে যে যারা বুস্টার ডোজ গ্রহণ করেছেন তাদের ওমিক্রন দ্বারা সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম ছিল। এই গবেষণাটি মেডিকেল জার্নাল জার্নাল অফ দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন (JAMA) এ প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা গেছে যে যারা বুস্টার ডোজ গ্রহণ করেন তাদের লক্ষণগত সংক্রমণ হওয়ার সম্ভাবনা ৬৭ শতাংশ কম ছিল।         


এদিকে, করোনা আক্রান্ত হলে তিনমাস পর নিতে হবে বুস্টার অথবা প্রিকশন ডোজ। ফের একবার তা মনে করাতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবদের চিঠি পাঠাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। চিঠিতে উল্লেখ, করোনা আক্রান্তদের ক্ষেত্রে বুস্টার ডোজ নিতে হবে তিনমাসের ব্যবধানে।