সুনীত হালদার, হাওড়া: লোকাল ট্রেনের (local train) ধাক্কায় গুরুতর জখম হলেন পূর্ব রেলের এক গ্যাংম্যান। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাওড়া (howrah) রেলওয়ে অর্থোপেডিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কলকাতার বি আর সিং (b r singh hospital) হাসপাতালে রেফার করা হয়েছে।  আহত ব্যক্তির নাম ছাবিলা যাদব (৫৪)। তিনি হাওড়া থানার অন্তর্গত বনবিহারী বোস রোডের বাসিন্দা। রেল পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার বেলা ১১.৩০ নাগাদ ওই গ্যাংম্যান যখন হাওড়া স্টেশনের দিকে মুখ করে রেললাইন মেরামতির কাজ করছিলেন সেই সময় হাওড়া স্টেশন ঢোকার মুখে একটি লোকাল ট্রেনটি তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। ওই ব্যক্তি রেল ট্রাকে ছিটকে পড়লে তার কান এবং মাথা দিয়ে রক্ত বের হতে থাকে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।


কিছুদিন আগেই মথুরায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল ২ জনের। মথুরার যমুনা পাড় থানা এলাকার ঘটনা। এলাকার পুলিশ সুপার শ্রীশ চন্দ্র জানিয়েছেন যে মথুরা-কাশগঞ্জ রেলপথে লক্ষ্মীনগরের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তাদের ২ জনই কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে পাবজি খেলছিল। মৃত ২ জনের নাম গৌরব (১৬) ও কপিল (১৮)। ২ জনেই কাছাকাছি কলিন্দী কুঞ্জ কলোনীর বাসিন্দা। 


স্টেশন ইনচার্জের তরফের জানানো হয়েছে যে ২ জনের মৃতদেহের সামনেই মোবাইল পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে একজন পাবজি খেলছিল মোবাইলে। একটি মোবাইল পুরো ক্ষতিগ্রস্ত ছিল। আর একটি মোবাইল যদিও ততটা ক্ষতি হয়নি। ২ জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে স্থানীয় পুলিশ। মৃত গৌরবের বাবা বলেছেন, 'সকালে ও হাঁটতে বেরিয়েছিল। আমার মোবাইল নিয়ে গিয়েছিল। আমি চেয়েছিলাম যে সকাল করে প্রতিদিন উঠে যেন হাঁটে ও। কিন্তু এখন ওই চলে গেল।' এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। 


আরও পড়ুন: নবান্নে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক