কলকাতা: নবান্নে শিল্পপতি গৌতম আদানির (Goutam Adani) সঙ্গে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বৈঠক। অভিষেকের (Abhishek Banerjee) উপস্থিতিতে মমতা-গৌতম আদানি (Goutam Adani) বৈঠক। সূত্রের খবর, হলদিয়া, খিদিরপুর বন্দরে বিনিয়োগে আগ্রহী আদানি গোষ্ঠী (Adani Group)। নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রীর সঙ্গে ১ ঘণ্টার বেশি সময় ধরে আদানির বৈঠক। সূত্রের খবর, এপ্রিলে (April) শিল্প সম্মেলনেও আসতে পারেন পারেন গৌতম আদানি। 


উল্লেখ্য, আজই মুম্বই থেকে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরেই ঘূর্ণিঝড় জাওয়াড সতর্কতায় নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এরপরই শিল্পপতি গৌতম আদানির সঙ্গে বৈঠকে বসেন তিনি। সূত্রের খবর, ওই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিল্প সম্মেলনেও আসতে পারেন পারেন গৌতম আদানি, খবর সূত্রের। দিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শিল্প সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 




উল্লেখ্য, মুম্বইয়ে সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আক্রমণের মুখে পড়ে কংগ্রেস। নাম না করে নিশানা করলেন রাহুল গাঁধীকেও। তৃণমূলনেত্রীর অভিযোগ, আপস করেছে কংগ্রেস। তার জন্য শক্তি বেড়েছে বিজেপির। নরেন্দ্র মোদিকে খুশি করতেই এধরনের মন্তব্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস। এদিকে বিজেপিকে আক্রমণ, কিন্তু লড়াইয়ের পথ নিয়ে ভিন্নমত। বিজেপির বিরুদ্ধে লড়াই হবে কংগ্রেসকে সঙ্গে নিয়ে? না কংগ্রেসকে বাদ দিয়ে? NCP প্রধান শরদ পাওয়ার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর, দু’জনের কার্যত ভিন্নসুর এই প্রশ্নই উস্কে দিল রাজনৈতিক মহলে। 


বুধবার তৃণমূলনেত্রীর সঙ্গে ঘণ্টাখানেক বৈঠকের পর, শরদ পাওয়ার কার্যত বুঝিয়ে দিলেন, তিনি কংগ্রেসকে বিজেপি বিরোধী-জোটের বাইরে রাখছেন না। কিন্তু, পাওয়ারের পাশে দাঁড়িয়েই, বারবার নাম না করে কংগ্রেসকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শরদ পাওয়ার এখনই জোটের নেতৃত্ব নিয়ে মাথা ঘামাতে না চাইলেও, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের নেতৃত্ব নিয়ে নিজের আপত্তি কার্যত স্পষ্টই করে দেন। 


আরও পড়ুন: Central Employment Update: কংগ্রেস আমল না মোদি জমানা, বেশি কর্মসংস্থান কখন ? ২০১৪ থেকে কাজ পেয়েছে ক'জন