সুনীত হালদার, হাওড়া: হাওড়ার (Howrah Fire) ফোরশোর রোডে বিয়েবাড়ির প্যান্ডেলে ভয়াবহ আগুন। প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুত থাকায় ছড়িয়ে পড়েছে আগুন। দমকলের ২টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।
বিয়েবাড়ির প্যান্ডেলে আগুন: বিয়ের অনুষ্ঠান বাড়িতে ভয়াবহ আগুন। ভস্মীভূত হয়ে গেল বিয়ের জন্য় তৈরি স্টেজ, চেয়ার-টেবিল, সোফা, প্য়ান্ডেল। স্থানীয় সূত্রে দাবি, হাওড়ার ফরশোর রোডের ধারে ওই অনুষ্ঠান বাড়িতে আগামী ২২ তারিখ একটি বিয়ের অনুষ্ঠানের জন্য় প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সেই প্রস্তুতি চলাকালীন আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে। গোটা অনুষ্ঠান বাড়িতে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন-সহ শিবপুর এবং হাওড়া থানার পুলিশ। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আজ কোনও বিয়ে বাড়ির অনুষ্ঠান না থাকায় আহত হননি কেউ। দমকল আধিকারিরদের দাবি, শর্ট সার্কিটের জেরে এই ঘটনা।
গতকালই বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডের ১২টি কাঠের গুদাম। প্রায় ১১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। নিমতলার কাছে মহর্ষি দেবেন্দ্র রোডের এই অংশের বেশিরভাগ জুড়ে রয়েছে কাঠের গুদাম। স্থানীয় বাসিন্দাদের দাবি, শুক্রবার রাত দেড়টা নাগাদ একের পর এক বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান তাঁরা। তারপরই এক কাঠের গুদামে আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়। নিমেষের মধ্য়ে সেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক গুদামে। ঘটনাস্থলে আসে দমকলের ২১টি ইঞ্জিন। দমকল কর্মীদের সারা রাতের চেষ্টায় আগুন খানিক নিয়ন্ত্রণে এলেও সকাল ৭ টা নাগাদ নতুন করে ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে ছাই হয়ে যায় ১২টি কাঠের গুদাম। গুদাম লাগোয়া একাধিক ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হওয়ায় শীতের মুখে ঘরছাড়া হতে হয় প্রায় ১৭টি পরিবারকে। কী থেকে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল। একের পর এক কাঠের গুদাম থাকলেও সেখানে উপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি? প্রশ্ন উঠছে। লাগাতার চেষ্টা চালাবার পর শনিবার বেলা ১২ টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আদতে কী থেকে আগুন লাগেছে তা নিয়ে ধন্দে দমকল আধিকারিকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kasba Case Update: বদলা নিতে খুনের ছক? সুশান্তর উপর হামলায় চাঞ্চল্যকর দাবি ধৃত গুলজারের