নয়াদিল্লি: তৃতীয় বার অভিযানে যাওয়ার সময় বলেছিলেন, নিজের দ্বিতীয় ঘরে ফিরে যাচ্ছেন। নিজের বলে মনে করলেও, মহাকাশে আটদিন কাটানোর কথা ছিল তাঁর। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও, পৃথিবীর বুকে নিজের প্রকৃত 'ঘরে' ফেরা হয়নি ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামসের। নিজের ইচ্ছেয় তিনি থেকে যাননি, মহাকাশযান বিকল হওয়ায় আটকে গিয়েছেন। তাঁর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। সেই অবস্থায় সুনীতার নয়া ছবি সামনে এল। (Sunita Williams)
আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA সুনীতার নয়া ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা গিয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন সুনীতা। মুখ বাড়িয়ে জানলার কাচ দিয়ে বাইরে দেখছেন। নিজের জন্মভূমি, পৃথিবীর দিকেই সুনীতা তাকিয়ে রয়েছেন বলে ঠাহর হয়। কাচ ভেদ করে উজ্জ্বল সাদা আলো এসে পড়ছে তাঁর মুখে। ঠোঁটের কোণে একচিলতে হাসি ঝুলছে সুনীতার। (Science News)
সোশ্যাল মিডিয়ায় সুনীতার ওই ছবি পোস্ট করে, সুনীতাকে উদ্ধৃত করে লেখা হয়, 'ঘণ্টায় ১৭৫০০ মাইল গতিতে সপ্তাহান্তে প্রবেশ করছি-আপনারা কী করছেন'? NASA লেখে, 'SpaceX Dragon মহাকাশযানের জানলা দিয়ে বাইরে দেখছেন সুনীতা। পৃথিবীর দিকে তাকিয়ে রয়েছেন। পৃথিবীর আলোয় উদ্ভাসিত ওঁর মুখ'। সুনীতাকে হাসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর অনুরাগীরাও। গত কয়েক দিন ধরেই সুনীতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগে ছিলেন সকলে।
সম্প্রতি মহাকাশ থেকে সুনীতার একটি ছবি সামনে আসে। ছবিতে সহযাত্রী ব্যারি বুচ উইলমোরের একটি ছবি সামনে আসে। ছবিতে সুনীতার শীর্ণ চেহারা দেখে চমকে ওঠেন সকলে। প্রথমে বিষয়টি নিয়ে কিছু না জানানো হলেও, পরে NASA সূত্রে জানা যায়, পৃথিবী থেকেই চিকিৎসকরা সুনীতার স্বাস্থ্যের উপর নজরদারি চালাচ্ছেন।
এর পর ভিডিও বার্তায় সুনীতা নিজেও মুখ খোলেন বিষয়টি নিয়ে। জানান, তাঁর স্বাস্থ্যে সত্যিই কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু ওজন একই রয়েছে। তাই চিন্তার কিছু নেই। সেই আবহেই নয়া ছবি সামনে এল। এই মুহূর্তে মহাকাশে গবেষণার কাজে যুক্ত সুনীতা এবং ব্যারি। আগামী ফেব্রুয়ারি মাসে তাঁদের পৃথিবীতে ফেরানোর পরিকল্পনা রয়েছে। SpaceX-এর রকেটে চেপেই পৃথিবীতে ফিরবেন তাঁরা।