সুনীত হালদার, হাওড়া : ফের হাওড়ার ( Howrah Fire ) ফোরশোর রোডে বিধ্বংসী আগুন। ভস্মীভূত হয়ে গেল জুটমিলের একাংশ। সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন ভোর পৌনে ৫টা নাগাদ ফোরশোর রোডের বিজয়শ্রী জুটমিলের গুদামে আগুন লাগে।
দাউদাউ আগুন
দমকল সূত্রে খবর, প্রচুর পরিমাণে পাট মজুত থাকায় দাউদাউ করে জ্বলতে থাকে গুদাম। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আতঙ্ক ছড়ায় পার্শ্ববর্তী এলাকায়। দমকলের ২টি ইঞ্জিন ঘণ্টাদেড়েক লড়াই চালায়। তারপর আগুন নিয়ন্ত্রণে আনে আসে বলে খবর ।
হাওড়ায় পরপর আগুন
আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। এর আগে ১০ নভেম্বর, এই ফোরশোর রোডেই বিধংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৩টি কারখানা ও একটি গুদাম। দমকল এসে পৌঁছনোর আগেই পুড়ে ছাই হয়ে যায় তিনটে কারখানা ও একটি গুদাম। কারখানার পাশেই ছিল পেট্রোল পাম্প। উল্টোদিকে একাধিক আবাসন। কোনওভাবে আগুন ছড়িয়ে পড়লে মারাত্মক ক্ষতি হতে পারত সেখানে। ওই দিন খোদ দমকলমন্ত্রী সুজিত বসুই অভিযোগ করেন, ফোরশোর রোডে অনেক কারখানা বা গুদামেরই অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ নয়। একের পর এক আগুন লাগার ঘটনা এবার প্রশাসনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছে।
আরও পড়ুন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, মুর্শিদাবাদে জনরোষের মুখে পড়তে হল পুলিশকে !
কিছুদিন আগেও হাওড়ার ব্যাঁটরায় বিস্কুটের কারখানায় বিধ্বংসী আগুন লাগে।ভস্মীভূত কারখানা ও সংলগ্ন গুদাম। ১৪/১ কালীপ্রসাদ ব্যানার্জি ফার্স্ট বাই লেনে বন্ধ বিস্কুট কারখানায় আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্ক ছড়ায়। দমকলের ৪টি ইঞ্জিনের ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সরু গলির মধ্যে কারখানা, তাই আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y