সুনীত হালদার, হাওড়া : এক কথায় বলা যায় ফুলের জলসা। যেদিকে তাকানো যায় সেদিকেই নানা রঙের বাহারি ফুল। যেমন তার রং তেমনি তার গন্ধ। হাওড়া শহরে কংক্রিটের জঙ্গলে এই ফুলের টানে বিকাল থেকে মানুষ ভিড় করতে শুরু করেছেন মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে।                


প্রতিবছর শীতকালে মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে জমজমাট ফুল মেলার আয়োজন করে হাওড়া ফুল মেলা কমিটি। এই নিয়ে এবারের ফুল মেলা সাত বছরে পা দিল। মেলার উদ্যোক্তারা জানিয়েছেন, এ বছর একশোর বেশি নার্সারি এই ফুল মেলায় অংশগ্রহণ করেছে। এছাড়াও হাওড়ার ফুল-প্রেমিকরা ফুলের ডালি সাজিয়েছেন মেলায়। অংশ নিয়েছে কলকাতা পুরসভার বাগান বিভাগ।


আরও পড়ুন :                       
 গঙ্গাসাগরে মকরস্নানে সমাগম কপিল মুনির আশ্রম ঘিরেই, কে এই কপিলমুনি?


আছে রকমারি গোলাপ, গাঁদা, ডালিয়া, জিনিয়া সহ নানা মরসুমি ফুল । এছাড়াও  অন্যতম আকর্ষণ নানা ধরনের ক্যাকটাস। চোখ টানছে কলম করা সবজি। ফুল বিশেষজ্ঞদের ভিড় হচ্ছে নিয়মিত। মেলা শেষে ঘোষণা করা হবে পুরস্কার প্রাপকের নাম। বৃহস্পতিবার সন্ধেট এই মেলার উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। বলেন, 'এমন কোনও মানুষ নেই যিনি ফুল ভালোবাসেন না। চোখ জোড়ানো ফুলের টানেই মানুষ এই মেলায় চলে আসেন। তারা দুচোখ ভরে ফুলের সৌন্দর্য উপভোগ করতে চান।' এই মেলার প্রধান উদ্যোক্তা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ সদস্য শ্যামল মিত্র বলেন, পরিবেশ দূষণ শুধুমাত্র মানুষ নয় ফুলকেও নষ্ট করে দেয়। তাই সকাল থেকে মেলার ফুল ঠিকঠাক রাখতে বিভিন্ন ভাবে জল ছড়ানো হচ্ছে।         


ফুলের জলসার পাশাপাশি প্রতিদিন সন্ধেবেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন । নামি শিল্পীদের পাশাপাশি প্রতিভাবান তরুণ শিল্পীরা গান গাইবেন। মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত। শীতের মরসুমে হাওড়াবাসীর আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে এই ফুল-মেলা ।                           


আরও পড়ুন :


জ্যোতিষ থেকে পুরাণ, মকর সংক্রান্তির গুরুত্ব অসীম, কী করলে মিলবে ১০০ অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য