সুনীত হালদার, হাওড়া: দৈনিক সংক্রমণ (Daily COVID Cases) যেমন এখনও কয়েক হাজারে রয়েছে, তেমনই অব্যাহত মৃত্যু (Daily COVID Deaths। এমন পরিস্থিতিতে করোনা থেকে রক্ষা করতে ফুটপাতবাসীদের টিকাকরণ (COVID-19 Vaccine) শুরু হল হাওড়ায় (Vaccination of Footpath Dwellers)।   শুক্রবার থেকে সেখানে ফুটপাতবাসীদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। গোটা কর্মসূচির তত্ত্বাবধানে রয়েছে হাওড়া পুরসভা (Howrah Municipal Corporation)।


এ দিন হাওড়া (Howrah News) পুরসভার উদ্যোগে প্রথমে টিকা দেওয়া হয় হাওড়া ময়দান এবং সংলগ্ন এলাকার ফুটপাতবাসীদের। সেখানকার অধিকাংশ ফুটপাতবাসীরই স্থায়ী কোনও ঠিকানা নেই। তাই এলাকার তৃণমূল কর্মীরা তাঁদের টিকা শিবিরে নিয়ে আসেন। সেখানেই টিকা দেওয়া হয় সকলকে।


আপাতত করোনা প্রতিরোধী প্রথম টিকা পেয়েছেনও হাওড়া ময়দান এলাকার ফুটপাতবাসীরা। নির্দিষ্ট সময়ের ব্যবধানে তাঁদের দ্বিতীয় টিকাও দেওয়া হবে। তখনও শিবিরে নিয়ে এসেই সকলকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তৃণমূল কর্মীরা সেই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তিনি।


আরও পড়ুন: Kolkata: পুরভোটের এক মাস পরেও রয়েছে হোর্ডিং, জানতে পেরেই প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ ফিরহাদ হাকিমের


করোনা প্রতিরোধী টিকা নেওয়ার ক্ষেত্রে আধার বা প্যান নম্বর-সহ কোউইন অ্যাপে নাম নথিভুক্ত করাই বাধ্যতমূলক সাধারণ ভাবে। কিন্তু ফুটপাতবাসীদের পক্ষে তেমন পরিচয়পত্র দেখানো যে সম্ভব নয়,  তা আগেই অনুধাবন করতে পেরেছিল হাওড়া পুরসভা। তাই ১৫ থেকে ১৮ এবং ১৮ ঊর্ধ্ব সকল ফুটপাতবাসীকে পরিচয়পত্র দেখানোর বাধ্যবাধকতা থেকে ছাড়পত্র দেওয়া হয়।


শুধু ফুটপাতবাসীই নন, পরিচয়পত্র না থাকার দরুণ যাতে টিকা থেকে বঞ্চিত না হতে হয়, তার জন্য  মিষ্টির দোকান, চায়ের দোকান বা বিভিন্ন স্টলে কর্মরতদেরও এ ভাবেই টিকা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয় হাওড়া পুরসভা। সেই মতো এলাকা চিহ্নিত করে টিকাকরমের কাজ শুরু হয়েছে সেখানে পুরসভার তত্ত্বাবধানে ।