সুনীত হালদার, হাওড়া; ভাগ্নিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মামাকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। গতকাল রাতে ঘটনাটি ঘটে হাওড়ার (Howrah) জগৎবল্লভপুরে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ (Police)। অভিযোগকারিণী স্থানীয় একটি কারখানায় কাজ করেন। তাঁর অভিযোগ, ওই যুবক প্রায়ই তাঁকে উত্যক্ত করতেন। গতকালও একই ঘটনা ঘটে। ভাগ্নিকে উত্যক্ত করার প্রতিবাদ করায়  অভিযুক্ত অভিযোগকারিণীর মামাকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় বলে অভিযোগ। হাসপাতাল চিকিত্সাধীন আক্রান্ত ব্যক্তি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা ছুরি। 


কিছুদিন আগে মালদায় এমন একটি ঘটনা প্রকাশ্যে আসে। জানা যায় কাজের তাগিদে বাড়ির বাইরে স্বামী-ছেলে। আর তাঁদের সঙ্গে দেখা হয়নি এক মহিলার। বাড়ির মধ্যে থেকে উদ্ধার হল তাঁর ক্ষত বিক্ষত দেহ (Dead Body Recovered)। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুন (Stabbed to Death) করা হয়েছে বলে প্রাথমিক তদন্তের পর অুমান করে পুলিশ। ঘটনাটি তদন্ত শুরু হয় এর পরেই।


আরও পড়ুন: Maynaguri News: পুরপ্রধান পদে কলঙ্কিত কেউ নয়, তৃণমূল নেতার নামে লিফলেট ময়নাগুড়িতে, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বিজেপি-র


মালদা (Malda News) জেলার মানিকচক (Manikchak News) থানার অন্তর্গত শেখপুরা পূর্ব পাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে মৃত মহিলার নাম বেবি বিবি। সাতসকালে বাড়ির মধ্যে থেকে তাঁর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়। মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার স্বামী শেখ সাজুদ পেশায় শ্রমিক। ভিন্ রাজ্যে কর্মরত তিনি।ছেলে মহম্মদ রফিকুল ইসলাম পেশায় সিভিক ভলান্টিয়ার। শনিবার রাতে দু’জনের কেউই বাড়িতে ছিলেন না। তখনই ওই মহিলাকে খুন (Alleged Murder) করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ দানা বাধছে।


একই ঘটনা কোচবিহারেও। জানা যায় ছেলের বিবাহ বহির্ভূত সম্পর্কের ( extra-marital affairs) জেরে বাবাকে খুনের অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে।  দিনহাটার (Dinhata) হোপদহের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। (Cooch Behar) অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় শুরু হয় রাজনৈতিক চাপানউতোরও।