সুনীত হালদার, হাওড়া: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়। নির্মীয়মান বহুতলে বিধ্বংসী আগুন (Howrah news)। কাঠের তক্তা, বাঁশ থাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। দাউ দাউ করে জ্বলতে থাকে চারিদিক। তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। রাতেই খবর পৌঁছয় দমকল বিভাগে। দমকলের চারটি ইঞ্জিন হাজির হয় ঘটনাস্থলে। স্থানীয়রাও বাড়ির বাইরে বেরিয়ে আসেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় আগুন (Howrah Fire)।


ঘুসুড়ি অটোস্ট্যান্ডের কাছে অবস্থিত ওই নির্মীয়মান বহুতল


হাওড়ার ঘুসুড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ঘুসুড়ি অটোস্ট্যান্ডের কাছে অবস্থিত ওই নির্মীয়মান বহুতল। সেখানে বাজার গড়ে ওঠার কথা। মধ্যরাতের কিছু পরে আচমকা আগুন ধরে যায় ওই বহুতলে। ঢালাই হয়ে গিয়েছিল ওই বহুতলে। কাঠের তক্তা এবং বাঁশ লাগানো ছিল। তাতেই আগুন ছড়িয়ে পড়ে বলে অনুমাব করা হচ্ছে। ওই এলাকাটি ঘনবসতিপূর্ণ। ফলে রাতের অন্ধকারে আগুনের লেলিহান শিখা দেখা আঁতকে ওঠেন স্থানীয় মানুষজন। আতঙ্ক ছড়ায় এলাকায়। 


গভীর রাতেই দমকল বিভাগে খবর দেওয়া হয়। একে একে দমকলের মোট চারটি ইঞ্জিন এসে উপস্থিত হয় ঘটনাস্থলে। তত ক্ষণে স্থানীয় মানুষজনই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। দমকলে পাশাপাশি স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান। তার পরেও প্রায় এক ঘণ্টা চেষ্টা চলে আগুন নেভানোর। শেষ মেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


আরও পড়ুন: SSC Case: চাকরি বাতিল ৮৪২ জনের, তালিকায় নাম বিজেপি নেতার মেয়েরও, অস্বস্তি গেরুয়া শিবিরে


দিন তিনেক আগেই মুর্শিদাবাদে একটি আতসবাজির দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। দোল উপলক্ষে রাস্তায় বাজি পাঠানোর সময়, বাজির আগুন ছিটকে গিয়ে পড়ে আগুন লেগে যায় আতসবাজির দোকানে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে দোকানে। দোকানের সমস্ত আসবাবপত্র পুড়ে যায়। ঘটনায় একজন জখমও হন। 


দোলের উৎসবের মাঝেও একাধিক অগ্নিকাণ্ডে ঘটে ক'দিন আগেই


উৎসবের মাঝেই ধূপগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ধূপগুড়ি শহরের বুকে সুপার মার্কেটে ওই বিধ্বংসী আগুন লাগে। আবার দোলের দুপুরে বিধ্বংসী আগুন লাগে ব্যারাকপুরে। জানা যায়, ব্যারাকপুরের মোহনপুর থানার সূর্যপুরে একটি গেঞ্জির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছয়। গেঞ্জি মূলত রং করা হয় প্রচুর রাসায়নিক মজুত ছিল। আর সেটাই ভয়াবহ কারণ হয়ে দাঁড়ায়। তা থেকে বিধ্বংসী আগুন লাগে।