সুনীত হালদার, হাওড়া: ব্যস্ত সময়ে হাওড়া-খড়গপুর (Howrah Kharagpur Route) শাখায় লাইনচ্যূত মালগাড়ি (Goods Train)। রবিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ সাঁকরাইল স্টেশনের অদূরে দুর্ঘটনা ঘটে (Train Derailed)। তার জেরে, বাতিল করা হয় বহু ট্রেন। সময় বেশ কিছু ট্রেনের সময়ও পরিবর্তন হয়। ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।


হাওড়া-খড়গপুর শাখায় লাইনচ্যূত মালগাড়ি


রবিবার বিকেলে আচমকাই হাওড়া-খড়গপুর লাইনে বিপত্তি বাধে। লাইনচ্যুত হয় মালগাড়ির তিনটি বগি। সাঁকরাইল স্টেশন থেকে ৫০ মিটার দূরে, আবাদা স্টেশনে যাওয়ার পথে, মালগাড়িটির তিনটি বগি বেলাইন হয়ে যায়


রেল সূত্রে খবর, দুর্ঘটনার সময় লাইন পরিবর্তন করছিল মালগাড়িটি। সেই সময়ই লাইনচ্যূত হয় ট্রেনের চাকা। তবে গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। কিন্তু এর জেরে বিপর্যস্ত হয়ে পড়ে হাওড়া ডিভিশনের ট্রেন চলাচল। 


আরও পড়ুন: Kolkata News: রথের মেলায় নাগরদোলায় চাপতেই বিপত্তি, সটান নীচে পড়লেন তরুণী, অবস্থা সঙ্কটজনক


এ দিন দুর্ঘটনার জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক আপ এবং ডাউন ট্রেন। আটকে পড়ে, আপ হাওড়া-তিরুচিরাপল্লী এক্সপ্রেস, হাওড়া আদ্রা শিরোমণি এক্সপ্রেস, হাওড়া টাটা স্টিল-সহ একাধিক দূরপাল্লার ট্রেন। 


ডাউনেও আটকে পড়ে বেশ কিছু ট্রেন। যেমন, ডাউন সেকেন্দ্রাবাদ হাওড়া-ফলকনুমা এক্সপ্রেস, আমদাবাদ-হাওড়া এক্সপ্রেস, মুম্বই হাওড়া গাতাঞ্জলি এক্সপ্রেস। পরিস্থিতি বিবেচনা করে বাতিল করা করা হয় বেশ কিছু দূরপাল্লার ট্রেন। বেশ কিছু ট্রেনে সময়ও পরিবর্তন হয়। 


দুর্ঘটনার জেরে একাধিক ট্রেন বাতিল


বিভিন্ন স্টেশনে আটকে পড়া লোকাল ট্রেনগুলি পৌঁছতে না পারায়, হাওড়া থেকে  বাতিল করা হয় বেশ কিছু লোকাল ট্রেনও। তার জেরে ভোগান্তির শিকার হন ট্রেনযাত্রীরা। তবে, রবিবার হওয়ায়, অন্যান্য দিনের থেকে কিছু হলেও ভোগান্তি কম হয়। 


প্রায় সাড়ে চারঘণ্টার পর, বেলাইন হওয়া মালগাড়ির ট্র্যাক থেকে সরানো হয়। রাত সাড়ে ৯টা পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা।