সুনীত হালদার, হাওড়া: হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে হাওড়ায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাস্তার ধারে ব্যারিকেড দেওয়ার পাশাপাশি নিরাপত্তা দেখভাল করতে উপস্থিত রয়েছেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও, বিভিন্ন রাস্তায় মোতায়েন করা হয়েছে র‍্যাফ। আকাশ পথেও ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। সকালে ঘুসুড়ি থেকে হনুমান জয়ন্তীর মিছিল জিটি রোড ধরে সালকিয়া পৌঁছয়। সেখান থেকে বাঁধাঘাট, হাওড়া ব্রিজ হয়ে কলকাতার বড়বাজারে যাবে এই শোভাযাত্রা। 


লিলুয়া থেকেও শোভাযাত্রা:
লিলুয়া থেকেও একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। হনুমান ভক্তমণ্ডলীর উদ্যোগে এই মিছিল সালকিয়া, গোলাবাড়ি, হাওড়া ব্রিজ হয়ে কলকাতায় গিয়ে শেষ হবে। নিরাপত্তা দেখভালের দায়িত্বে ছিলেন লিলুয়া, বেলুড়, বালি, মালিপাঁচঘড়া ও নিশ্চিন্দা থানার পুলিশ আধিকারিকরা। 


হনুমান জয়ন্তী উপলক্ষ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা, ব্যারাকপুর ও হুগলিতে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে এক কোম্পানি রয়েছে কলকাতায়। মধ্য কলকাতা ও উত্তর কলকাতার বেশ কয়েকটি থানা এলাকায় এই এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ভাগ করে দেওয়া হয়েছে। আজ সারাদিন ধরেই কলকাতা (Kolkata), ব্যারাকপুর ও হুগলিতে (Hooghly) চলবে আধা সেনার রুট মার্চ। 


কী নির্দেশ:
হাইকোর্টের  নির্দেশে, হনুমান জয়ন্তীতে (Hanuman Jayanti) রাজ্য়ে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force)মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 'মিছিলে থাকতে পারবেন না ১০০ জনের বেশি', স্পষ্ট করেছে রাজ্য় সরকার। স্পর্শকাতর এলাকায় ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত রাজ্য় সরকারের। মুখ্য়সচিবের নেতৃত্বে নবান্নে বৈঠকে বাহিনী নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


রামনবমীর মিছিল ঘিরে অশান্তি:
রামনবমীর (Ram Navami) মিছিল ঘিরে অশান্ত হয়ে উঠেছিল হাওড়ার (Howrah) শিবপুর। বৃহস্পতিবারের পর শুক্রবারও হিংসা ছড়িয়েছিল সেখানে। রামনবমীর দিনের ঘটনার জেরে পরদিনও শুরু হয় বিক্ষোভ। শুরু হয় ইটবৃষ্টি। ইটের আঘাতে জখম হন কয়েকজন পুলিশকর্মী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। র‍্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বৃহস্পতিবারের হিংসার ঘটনায় ইতিমধ্যেই ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কর্মীদের বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। শিবপুর জুড়ে পুলিশের টহলদারি চলছে। শান্তিপূর্ণভাবে রমজান পালনের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 


আরও পড়ুন: ছেলে TMC-BJP সব দলের হয়েই কাজ করত, বললেন আগ্নেয়াস্ত্র হাতে রামনবমীর মিছিলে যোগ দেওয়া সুমিতের মা!