সুনীত হালদার, জগাছা (হাওড়া) : চিকিৎসার গাফিলতিতে (Negligance in Treatment ) অভিযোগ। রোগী মৃত্যুর ঘিরে ধুন্ধুমার হাওড়ায় (Howrah)। বাঁকড়া এলাকার জগাছা উনসানিতে এক মহিলার মৃত্যু ঘিরে ক্ষিপ্ত জনতা ভাঙচুর চালাল স্থানীয় নার্সিংহোমে (Nursinghome Ransacked)।


ঠিক কী হয়েছে


স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই জরায়ুতে টিউমারের সমস্যা নিয়ে ভুগছিলেন মিনার বেগম(৪০)। শারীরিক অবস্থায় অবনতি হওয়ার জেরে তাঁকে হাওড়ার স্থানীয় এক নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শ তাঁর অস্ত্রোপচারও (operation) হয়। কয়েকদিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁর স্বাস্থ্য খুব একটা ভাল ছিল না। শারীরিক অবস্থার অবনতি হওয়াতে তাঁকে গতকাল ফের নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিল। যদিও বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।


চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর


যার পরই নার্সিংহোমে বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে রাগে ফেটে পড়ে রোগিণীর আত্মীয় ও স্থানীয়রা। ভাঙচুর করার পাশাপাশি নার্সিংহোমের গেটে ক্ষুব্ধ জনতা তালা লাগিয়ে দেয় বলেও অভিযোগ। যার পরই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বিশাল পুলিশবাহিনী। তারা বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


গুড়াপেও হাসপাতালে ভাঙচুর


চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ ঘিরে হুগলির গুড়াপে নার্সিংহোমেও ভাঙচুর হয়। পরিবার সূত্রে খবর, গতকাল অস্ত্রোপচার করে কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর আজ সকালে প্রসূতির মৃত্যু হয়। এই ঘটনায় চিকিত্সায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমে তাণ্ডব চালায় মৃতের আত্মীয়রা। ঘটনাস্থলে যাওয়ায় পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। কয়েকজন পুলিশ কর্মী জখম হন। উত্তেজিত জনতাকে বাগে আনতে লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েকজনকে আটক করা হয়। নার্সিংহোম কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।


অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশকর্মীদের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়ান রোগীর পরিজনরা। মৃতের পরিবার গুড়াপ থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। 


আরও পড়ুন- মূল্যবৃদ্ধির আবহে এবার চিকিৎসাতেও জিএসটি-বোঝা! চড়া হচ্ছে স্বাস্থ্য বিমা, হাসপাতালের খরচ