পার্থ প্রতিম ঘোষ, হাওড়া : ফের কোটি কোটি টাকা উদ্ধার। হাওড়ার শিবপুরে (Howrah Shibpur) ব্যবসায়ী (Businessman) শৈলেশ পাণ্ডের বাড়ির গ্যারাজ থেকে উদ্ধার হয়েছে ২ কোটি টাকা ও সোনার গয়না।


পুলিশ সূত্রে খবর, এক গ্রাহকের অ্যাকাউন্টে হঠাৎ মোটা টাকার লেনদেন সংক্রান্ত তথ্য জানিয়ে বেসরকারি ব্যাঙ্কের তরফে লালবাজারে অভিযোগ জানানো হয়। তদন্তে নামে পুলিশ। গতকাল শিবপুরে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে টাকা, গয়না উদ্ধার করে কলকাতা পুলিশ। 


অ্যাকাউন্ট ব্লক-


এছাড়া ২০ কোটি টাকার দুটি অ্যাকাউন্ট ব্লক করেছে কলকাতা পুলিশ। অর্থাৎ, প্রায় ২২ কোটি টাকার সন্ধান পাওয়া গেছে। গত ১৪ তারিখে লালবাজারে অভিযোগ দায়ের হয়। দেখা যায়, দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেখানে মোটা টাকার অস্বাভাবিক লেনদেনের খোঁজ মেলে। পরবর্তীকালে অভিযোগ দায়ের হলে, তার ভিত্তিতে তদন্তে নামেন লালবাজারের গোয়েন্দারা। এরপর গতকাল শিবপুরে ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় পুলিশ। তাঁর বাড়ির গ্যারাজে তল্লাশি চালানো হয়। সেখানে একটি গাড়ির মধ্যে থেকে ২ কোটি টাকা নগদ এবং প্রচুর সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়। 


এছাড়া দুটি অ্যাকাউন্টে ২০ কোটি টাকার হদিশ মেলে। সেগুলি ব্লক করা হয়। ব্যবসায়ীর কোনও খোঁজ পাওয়া যায়নি। তবে, এই বিপুল পরিমাণ টাকা এল কোথা থেকে, উৎস কী তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। 


গত ১০ সেপ্টেম্বর, গার্ডেনরিচে ব্যবসায়ী আমির খানের বাড়ির খাটের নীচ থেকে ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২৩ সেপ্টেম্বর, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে আমিরকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তারপর থেকে প্রত্যেক দিনই সামনে এসেছে কোনও না কোনও নতুন তথ্য...! তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রতারণা চক্রের জাল ছড়িয়ে বিদেশেও। 


মোবাইল গেমিং অ্যাপকাণ্ডে হাওয়ালা যোগের খোঁজে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। ইডি সূত্রে দাবি, চিন ও দুবাই থেকে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। ওই গেমিং অ্যাপ এর জন্য বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়ায় নেওয়া হয়েছিল বলে খবর। ইডি সূত্রে খবর, আমিরের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হলে তারা ধৃতকে হেফাজতে নিয়ে জেরার জন্য আবেদন জানাবে। 


আরও পড়ুন ; বিদেশ থেকে স্বয়ংক্রিয় সিস্টেমে চলত প্রতারণা, মোবাইল গেমিং চক্রে আরও চাঞ্চল্যকর তথ্য