সুনীত হালদার, সৌমিত্র রায়, হাওড়া: বিকেল গড়িয়ে সন্ধেয় হয় হয়। এমন সময়েই বিপত্তি হাওড়া স্টেশন চত্বরে (Howrah Station)।  স্টেশন লাগোয়া জলের ট্যাঙ্কের মাথায় উঠে গেলেন এক ব্যক্তি (Water Tank)। ৯০ ফুট উঁচু এই জলের ট্যাংকের মাথায় ওই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। পথচারীরা খবর দেন পুলিশকে। পুলিশ খবর দেয় দমকলকে (Fire Brigade)। এই মুহূর্তে দমকল কর্মীরা ওই ব্যক্তিকে বুঝিয়ে নিচে নামানোর চেষ্টা করছেন।


হাওড়া স্টেশন সংলগ্ন জলের ট্যাঙ্কের মাথায় এক ব্যক্তি


তবে তার পর বেশ কিছু ক্ষণ কেটে গেলেও, এখনও নামানো যায়নি ওই ব্যক্তিকে। উদ্ধারকার্য চলছে। ঘটনাস্থলে আরপিএফ এবং জিআরপি-ও রয়েছে। প্রায় ২৫ ফুট জাল পাতা হয়েছে। হাইড্রলিক মই বেয়ে ট্যাঙ্কে উঠছেন দমকল কর্মীরা। বুঝিয়ে ওই ব্যক্তিকে নামানোর চেষ্টা চলছে।


রবিবার বিকেল ৫টা নাগাদ প্রথম ওই ব্যক্তিকে জলের ট্যাঙ্কের মাথায় ঘোরাঘুরি করতে দেখেন পথচারী এবং যাত্রীরা। তাঁরাই পুলিশে খবর দেন। এর পরই শুরু হয় উদ্ধারকার্য। এই মুহূর্তে স্টেশনের সামনের রাস্তা বন্ধ রাখা হয়েছে। উদ্ধারকার্য চালাতে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। চড়া আলো সব নিভিয়ে দেওয়া হয়েছে। আঁধার-আবছায়া পরিবেশেই চলছে উদ্ধারকার্য।


উদ্ধারকার্যে পুলিশ, দমকল, আরপিএফ এবং জিআরপি


দমকল আধিকারিকরা জানিয়েছেন, বেশি আলো জ্বললে ওই ব্য়ক্তির নজর এদিক ওদিক যেতে পারে। সে ক্ষেত্রে তাঁকে বুঝিে নামতে রাজি করানো মুশকিল। তাই আবছায়া পরিবেশেই, সন্তর্পণে চলছে উদ্ধারকার্য। ইতিমধ্যেই এলাকায় ভিড় লক্ষ্য করা গিয়েছে। তবে তাতে যাতে ওই ব্যক্তির নজর না ঘোরে, চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। কাউকে ধারেকাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না।


আরও পড়ুন: Malda News: মালদার মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি টাকারও বেশি উদ্ধার, মাদক-যোগে গ্রেফতার সিআইডি-র


এখনও পর্যন্ত যে দৃশ্য সামনে এসেছে, তাতে সবুজ টি-শার্ট এবং নীল রংয়ের জিনস পরিহিত,আনুমানিক ২৫-৩০ বছরের এক যুবককে দেখা গিয়েছে ট্যাঙ্কের মাথায়। উদ্ধারকার্য চলাকালীন একবার ট্যাঙ্কের কিনারায় এসে দাঁড়ান তিনি। মোট চার জন দমকলকর্মী মই বেয়ে উঠে তাঁকে বুঝিয়ে নামানোর চেষ্টা করেন। তাঁদের মধ্যে দুই জন নেমে এসেছেন। এখনও উপরে রয়েছেন দুই জন। কিন্তু ওই যুবক এখনও নামতে রাজি হননি। বরং বিপজ্জনক ভাবে ট্যাঙ্কের এদিক ওদিক ঘুরছেন তিনি। তাই ট্যাঙ্কের চারিদিকেই জাল পাতা হচ্ছে।