নয়া দিল্লি :  মঙ্গলবার দলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূয়সী প্রশংসা করেন এই মুহূর্তে বহু আলোচিত ‘দ্য কাশ্মীর ফাইলস্’ ছবিটির। তিনি সকলকে ছবিটি দেখার জন্য বলেন। সেই কথা অনুযায়ী , মঙ্গলবার সল্টলেকের সিটি সেন্টার ওয়ানে বিজেপি বিধায়কদের নিয়ে কাশ্মীর ফাইলস সিনেমা দেখতে যান শুভেন্দু অধিকারী। হলে ঢোকার আগে জয় শ্রীরাম স্লোগানও দেন বিজেপি বিধায়করা।


আগেই বিজেপি শাসিত রাজ্যগুলি এই ছবিকে কর-মুক্ত করে দেয়। মধ্যপ্রদেশের বিজেপি সরকার তো ঘোষণা করেছিল, পুলিশ কর্মীরা যদি ‘দ্য কাশ্মীর ফাইলস্’ দেখতে চান, তবে সরকার বিশেষ ছুটি দিয়ে দেবে। এবার আরও  এগিয়ে গিয়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখার জন্য সরকারি কর্মচারীদের অর্ধ দিবস ছুটি দিয়ে দেওয়া হবে বলে জানাল অসমের বিজেপি সরকার।  হিমন্ত বিশ্বশর্মা সরকার এভাবেই সকলকে উৎসাহিত করতে চায় ছবিটি দেখার জন্য। 

ছুটি পাওয়ার জন্য কী করতে হবে ?  সরকারি কর্মচারীরা ছবিটি দেখতে চাইলে শুধু একবার জানাতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। ব্যস, হয়ে যাবে অর্ধদিবস ছুটি মঞ্জুর ! এরপর সিনেমা দেখে এসে  জমা দিতে হবে সিনেমার টিকিট। 







মঙ্গলবার প্রধানমন্ত্রীর মুখে প্রশংসা শোনার পর সকলকে নিয়ে  ছবিটি দেখে ফেলেছেন হিমন্ত বিশ্বশর্মা । তার পর তিনি টুইট করে ভূয়সী প্রশংসাও করেন ছবিটির। ‘দ্য কাশ্মীর ফাইলস্’  ছবির পরিচালক বিবেকও হিমন্তকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন।