সুনীত হালদার, হাওড়া: পুজোর (Durga Puja) আগে বড় বিপত্তি হাওড়ার (Howrah) সাঁকরাইলে। ঢালাইয়ের পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দুর্গা দালানের ছাদ। হাওড়ার সাঁকরাইলের মানিকপুরে (Manikpur) এই ঘটনায় জখম হয়েছেন ৭ জন শ্রমিক (Worker)।                     

  


জানা গিয়েছে, পুরাতন বাজারের দুর্গা দালান সম্প্রসারণের কাজ চলছিল। গতকাল ঢালাইয়ের পর, রাত ১২টা নাগাদ শ্রমিকদের ওপরেই ভেঙে পড়ে নবনির্মিত ছাদের একাংশ। স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। ঘটনাস্থলে যান সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল। দুই শ্রমিকের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।       


অন্যদিকে, প্রবল বৃষ্টিতে চারু মার্কেটে ভেঙে পড়ল বাড়ির একাংশ। বাড়ি ভেঙে আহত হন এক পথচারী। পুলিশ সূত্রে খবর, সকালে মেদিনীপুরের বাসিন্দা চন্দন বর্মন এক আত্মীয়কে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। তখনই ভেঙে পড়ে ৪৩ নম্বর, দেশপ্রাণ শাসমল রোডের বিপজ্জনক বাড়িটির দোতলার একাংশ। গুরুতর আহত অবস্থায় ওই পথচারীকে নিয়ে যাওয়া হয় এম আর বাঙুর হাসপাতালে। 


স্থানীয় সূত্রে খবর, ওই বাড়িতে কেউ থাকতেন না। পুলিশের দাবি, পুরসভার তরফে বিপজ্জনক ঘোষণা করা হলেও, শরিকি বিবাদে বাড়িটি এই অবস্থায় পড়ে রয়েছে। গার্ড রেল দিয়ে এলাকা ঘিরে রেখেছে চারু মার্কেট থানার পুলিশ। পুরসভার কর্মীরা বাড়ির বিপজ্জনক অংশ ভেঙে ফেলার কাজ শুরু করেছেন। 


আরও পড়ুন, হারিয়েছে জাঁকজমক-জৌলুস, বাহিন বাড়ির দুর্গাপুজোর দায়িত্ব পালন করে চলেছেন গ্রামের বাসিন্দারাই


কিছুসিন আগেই, হেদুয়া মোড়ে ভেঙে পড়েছিল একটি পুরনো বাড়ির একাংশ। অল্পের জন্য় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিলেন পথচারীরা। বাড়িটি বিপজ্জনক অবস্থায় থাকলেও কেন এতদিন কলকাতা পুরসভা কোনও পদক্ষেপ করেনি, তা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, বাড়িটি নিয়ে শরীকি বিবাদের জেরে মামলা চলায় পদক্ষেপ করা যায়নি।