রাজকোট : বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়েও অস্ট্রেলিয়াকে ৯৯ রানের দুরমুশ করেছে ভারত। ভূপালের মাঠেই টানা দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচেই মেন ইন ব্লু জিতে পকেটে পুরে ফেলেছে সিরিজ (India vs Australia Series)। এবার রাজকোটে বুধবার সিরিজের শেষ নিয়মরক্ষার ম্যাচ।


বিশ্বকাপের (ICC World Cup 2023) ঠিক আগে অজিদের বিরুদ্ধে যে ম্যাচ শুভমন গিল (Subhman Gill) ও শার্দুল ঠাকুরকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। আর চোটের জেরে দল থেকে ছিটকে গিয়েছেন অক্ষর প্যাটেল। মাঝে আর দিন দশেক, তার আগে অলরাউন্ডার অক্ষর এভাবে টানা ছিটকে যাওয়ার পর আশঙ্কা তৈরি হয়েছে বিশ্বকাপে তাঁকে পাওয়া নিয়ে। অক্ষরের ফিটনেস ঘিরে ধোঁয়াশা বজায় রেখেছ ভারতীয় টিম ম্যানজমেন্টও। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) এই মুহূর্তে রিহ্যাবে রয়েছেন অক্ষর।


আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। আর ৮ অক্টোবর চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই তাঁদের বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছেন রোহিত শর্মারা। তাই সেই ম্যাচের আগে স্বপ্নের ছন্দে থাকা শুভমনকে সিরিজের শেষ ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোপালের হোলকার স্টেডিয়ামে কেরিয়ারের ষষ্ঠ শতরান হাঁকিয়েছেন শুভমন।


অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) জানিয়েছেন, এশিয়া কাপে খেলার মাঝে দলের সকল তারকাই কমবেশি ম্যাচ-টাইম পেয়েছেন। তাই প্রয়োজন বুঝে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ারই ভাবনা টিম ম্যানেজমেন্টের। গত ম্যাচে যে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছিল, তাঁরা অবশ্য ফিরছেন শেষ একদিনের আন্তর্জাতিকের জন্য। পাশাপাশি আপদকালীন পরিস্থিতিতে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার। টিম ম্যানেজমেন্ট সূত্রে যে তথ্য জানা যাচ্ছে, তাতে অজিদের বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে রোহিতের সঙ্গে ওপেন করবেন ঈশান কিষাণ।


প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের গত দুটি ম্যাচে দারুণ ছন্দ মেলে ধরেছেন সূর্যকুমার যাদব। গত ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে শতরান হাঁকিয়ে ম্যাচ সেরা হয়েছেন শ্রেয়স আইয়ার। অজি ব্যাটিং অর্ডারকে দুরমুশ করতে বড় ভূমিকা নিয়েছেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সবমিলিয়ে বিশ্বকাপের প্রাক্কালে ভারতীয় দলের  ফর্ম দেখে আশাবাদী ক্রিকেট ভক্তরা। শ্রীলঙ্কা থেকে এশিয়া সেরা হয়ে আসার পর ঘরের মাঠে বিশ্বসেরা হওয়ার বিষয়ে অন্যতম ফেভারিট হিসেবেই প্রতিযোগিতায় নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল।


আরও পড়ুন- ঐতিহাসিক জোড়া সোনা, এশিয়ান গেমসের পদক তালিকায় যুগ্মভাবে ৫ নম্বরে ভারত


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial