সুনীত হালদার, ডোমজুড়: দীর্ঘদিন ধরে মেয়েকে শারীরিক নিগ্রহ (Torture) করত বাবা (Father)। দিনের পর দিন এই অত্যাচার সহ্য করত মেয়ে (Daughter)। শেষপর্যন্ত অন্য কোনও উপায় না দেখতে পেয়ে মায়ের সঙ্গে মিলে অত্যাচারী বাবাকে খুন (Murder) করল মেয়ে। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হাওড়ার (Howrah) ডোমজুড়ে (Domjur)। অভিযুক্ত মা-মেয়েকে গ্রেফতার করেছে ডোমজুড় থানার (Domjur Police Station) পুলিশ। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।


গতকাল রাতে নিজের বাড়িতেই খুন


পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ডোমজুড়ে নিজের বাড়িতেই খুন হন ৫৫ বছর বয়সি ওই ব্যক্তি। তিনি পেশায় সোনার দোকানের মালিক ছিলেন। এই ব্যক্তি এর আগে মুম্বইয়ে থাকলেও, কয়েক বছর ধরে ডোমজুড়ে থাকছিলেন। তাঁর সঙ্গে থাকতেন দ্বিতীয় পক্ষের স্ত্রী ও তাঁর কিশোরী মেয়ে। গতকাল রাতে নিহত ব্যক্তির স্ত্রী প্রতিবেশীদের ঘরে ডেকে আনেন। তাঁরা ঘরে ঢুকে দেখেন, ওই ব্য়ক্তির দেহ বিছানার উপর পড়ে আছে। তাঁর গলায় কালো দাগ। শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়েছে।


আরও পড়ুন শ্যামপুরে লক্ষাধিক টাকার গহনা ও নগদ টাকা নিয়ে পালাল ডাকাতের দল, গুলিতে আহত গৃহকর্তা


প্রতিবেশীদের সামনে নিহত ব্যক্তির স্ত্রী দাবি করেন, সন্ধেবেলা দু’জন ব্যক্তির তাঁদের বাড়িতে আসার কথা ছিল। সেই কারণে আগেই তাঁর স্বামী তাঁদের বাড়ী ছেড়ে চলে যেতে বলেন। এরপর তাঁরা আত্মীয়র বাড়ি চলে যান। আধঘন্টা পরে তাঁরা যখন বাড়ি ফেরেন, তখন ঘরে ঢুকে দেখেন, তাঁর স্বামী মুখ থেকে বেরিয়ে এসেছে জিভ।


অভিযুক্তদের গ্রেফতার করল ডোমজুড় থানার পুলিশ


এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ডোমজুড় থানার পুলিশকর্মীরা। মৃতদেহ উদ্ধারের পর মা ও মেয়েকে আটক করে থানায় নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরার মুখে ভেঙে পড়েন তাঁরা। মা ও মেয়ে পুলিশকে জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন মেয়ের উপর শারীরিক নিগ্রহ চালাতেন। সেই অত্যাচার সহ্য করতে না পেরেই তাঁরা খুনের ছক করেন। গতকাল রাতে পরিকল্পনামাফিক শ্বাসরোধ করে খুন করা হয়। এই স্বীকারোক্তির পর দু’জনকে গ্রেফতার করে ডোমজুড় থানার পুলিশ।