সুনীত হালদার, উলুবেড়িয়া: এবিপি আনন্দের খবরের জের। হরিয়ানার এক বেসরকারি সংস্থার সাহায্যে উলুবেড়িয়ায় হেলে পড়া বহুতল সোজা করা হল। এতে আতঙ্কমুক্ত ফ্ল্যাটের এবং আশপাশ এলাকার বাসিন্দারা। নিশ্চিন্তে বাস করতে পারব, মন্তব্য বাসিন্দাদের।
পাঁচতলা এক বহুতল। ২০১৭ সালে ওই ফ্ল্যাটে থাকতে শুরু করে ৭ থেকে ৮ পরিবার। উলুবেড়িয়া বাজারপাড়ায় ওই বহুতলের একাংশ কার্যত বসে গিয়েছিল। ওই বাড়ির দক্ষিণ দিকে একটি অংশ বসে যাওয়ার কারণে বাড়িটি প্রায় এক ফুটের বেশি হেলে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন ফ্ল্যাটের এবং তার আশপাশ এলাকার বাসিন্দারা। তাঁদের আশঙ্কা ছিল যে কোনও মুহূর্তে বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। এ ব্যাপারে তাঁরা প্রোমোটার এবং উলুবেড়িয়া পুরসভাকে বারবার জানান। উলুবেড়িয়া পুরসভা থেকে ইঞ্জিনিয়ারদের একটি টিম বাড়িটি পরীক্ষা করে বিপজ্জনক বাড়ি বলে জানায়। একইসঙ্গে প্রোমোটার অর্ণব ঘোষকে অবিলম্বে বাড়ি সোজা করার নির্দেশ দেওয়া হয়। গত ১৯ অগাস্ট এই খবর এবিপি আনন্দ সম্প্রচারিত হয় আর তাতেই নড়েচড়ে বসে প্রশাসন।
আরও পড়ুন: North 24 Pargana: গাইঘাটায় বিজেপিতে ভাঙ্গন, তৃণমূলে যোগ দিলেন ৫০০ জন
প্রশাসনের নির্দেশে প্রোমোটার অর্ণব ঘোষ হরিয়ানার একটি বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করে। ওই সংস্থার ইঞ্জিনিয়াররা বাড়ির নিচের অংশ মাপজোক করার পর প্রযুক্তির সাহায্য হেলে পড়া বাড়িটিকে সোজা করার দায়িত্ব নেয়। বাড়িটির ভিতের তলায় খোড়ার পর প্রায় ৫০০ জ্যাক লাগানো হয়। এরপর ধীরে ধীরে জ্যাকটিকে তুলে সেই জায়গায় ইটের গাঁথুনি দিয়ে ভিতকে আরো শক্তপোক্ত করা হয়। গোটা কাজে বাড়ির কোন ক্ষতি না করে আগের অবস্থায় নিয়ে আসা হয়েছে। কোম্পানির আধিকারিক শিবচরণ সাইন জানিয়েছেন, দক্ষিণ দিকে একটি নর্দমা থাকার কারণে মাটি আলগা ছিল। সেই কারণে বাড়ির একটি অংশ বসে যায়। জ্যাকের সাহায্য বাড়িটিকে ফের সোজা করেছেন। ওই ফ্ল্যাটের প্রোমোটার অর্ণব ঘোষ জানিয়েছেন, তাঁরা পুরসভাকে কথা দিয়েছিলেন বাড়ি ঠিক করে দেওয়া হবে। হরিয়ানার ওই সংস্থার সাহায্যে সেটাকে ঠিক করে দেওয়া হয়। এই বিষয়ে বাড়ির বাসিন্দারা জানিয়েছেন যেভাবে বাড়িটিকে সোজা করা হয়েছে তাতে তাঁরা খুশি। আর বাড়িতে থাকতে কোনও অসুবিধা নেই।
আরও পড়ুন: বক্সিরহাটে রেশন ডিলারের বাড়িতে ডাকাতি, স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অস্ত্র সহ আটক ২