শুভেন্দু ভট্টাচার্য, বক্সিরহাট: কোচবিহারের বক্সিরহাটে রেশন ডিলারের বাড়িতে ডাকাতি। সোনাদানা-সহ কয়েক লক্ষ টাকা লুঠের অভিযোগ উঠল। রেশন ডিলার নীরেন কোঙারের দাবি, গতকাল রাত ১১টা নাগাদ শালবাড়ি বাজার এলাকায় তাঁর বাড়িতে চড়াও হয় ১২-১৩ জনের ডাকাতদল। বোমা, অ্যাসিড, আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ভয় দেখিয়ে বাড়িতে লুঠপাট চালায় তারা। প্রতিবেশীদের তত্পরতায় দুই ডাকাত ধরা পড়ে যায়। ২ জনকে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। পরে ওই ২ জনকে গ্রেফতার করে বক্সিরহাট থানার পুলিশ। ধৃতরা কোচবিহারেরই বাসিন্দা। বাকি ডাকাতদের সন্ধান চালাচ্ছে পুলিশ।
এদিকে এই ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ডাকাদের সঙ্গে ধস্তাধস্তিতে ধারাল অস্ত্রের আঘাতে আহত এক পুলিশ আধিকারিক। জানা যায়, ঘরে থাকা একাধিক, আলমারি, খাট সহ একাধিক আসবাবপত্র ভাঙচুর করা হয়। বাড়ির লোকের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন বেশ কিছু স্থানীয় যুবক। ডাকাতি শেষে গাড়ি করে পালানোর সময় স্থানীয় যুবকদের তৎপরতায় অ্যাসিড,অস্ত্রশস্ত্র, ও তাজা বোমা সহ, আটক করা হয় ২ ডাকাতকে।
রবিবার গভীর রাতে কোচবিহার জেলার, বক্সিরহাট থানার শালবাড়ি বাজার এলাকায় নীরেন কোঙার নামে এক রেশন ডিলারের বাড়িতে ঘটনাটি ঘটে। এই ডাকাতির ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ মহাকুমা অতিরিক্ত পুলিশ আধিকারিক জ্যাম ইয়াং জিম্বার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এছাড়াও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে নিয়ে করা হচ্ছে ডাকাতির ঘটনার পুনর্নির্মাণও। রেশন ডিলার নীরেন কোঙার বলেন, গতকাল গভীর রাতে তার বাড়িতে গাড়ি করে ডাকাতি করতে আসে একদল দুষ্কৃতী। বোম, অ্যাসিড ও অস্ত্রশস্ত্র ভয় দেখিয়ে কয়েক ভরি সোনার গয়না সহ কয়েক লক্ষ টাকালুটপাট করা হয়। ডাকাতি করতে এসে মারধর করা হয় তাঁর স্ত্রী ও পুত্রকে। যদিও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দুজন ডাকাতকে আটক করা হলেও, পালিয়ে যায় বাকি ডাকাতরা। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ডাকাতির অভিযোগে আটক করা দুই ডাকাতের বাড়ি, কোচবিহার ও দিনহাটা এলাকায়। বাকি দুষ্কৃতীদের খোঁজের জন্য জিজ্ঞাসাবাদ চলছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: North 24 Pargana: গাইঘাটায় বিজেপিতে ভাঙ্গন, তৃণমূলে যোগ দিলেন ৫০০ জন