সুনীত হালদার, হাওড়া: এক করোনা ভুগিয়েছে দু’-দু’টি বছর (Coronavirus Outbreak)। এ বার আবার ডেঙ্গির প্রকোপ (Dengue Ourbreak)। তার জেরে পুজোর ছুটি বাতিল হচ্ছে হাওডা় পৌরসভার স্বাস্থ্য (Howrah Municipal corporation) এবং সাফাই কর্মীদের। হাওড়া পৌরসভা এলাকায় ডেঙ্গির প্রকোপ মারাত্মক আকার ধারণ করছে। তাতেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
ডেঙ্গি পরিস্থিতিতে উদ্বিগ্ন পৌরসভা, ছুটি বাতিল স্বাস্থ্য ও সাফাইকর্মীদের
শহর কলকাতার পাশাপাশি, হাওড়া (Howrah News) পৌরসভা এলাকায় ডেঙ্গি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বাসিন্দারা। গত জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইতিমধ্যেই হাওড়া পৌরসভা এলাকায় আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের।
তাই কোনও রকম ঝুঁকি নিতে নারাজ পৌরসভা। সেই কারণেই স্বাস্থ্য এবং সাফাই কর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার হাওড়া পৌরসভার প্রশাসক মণ্ডলী এ নিয়ে সাংবাদিক বৈঠক করে।
আরও পড়ুন: Weather Update: হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে
সেখানে প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, "গত কয়েক সপ্তাহ ধরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা যে ভাবে বাড়ছে, তা থেকে কিছুটা স্বস্তি মিলেছে। গত সপ্তাহে আক্রান্তের সংখ্যা ১০০-র বেশি ছিল, সেখানে চলতি সপ্তাহে সংখ্যাটা ৩৬-এ এসে ঠেকেছে।"
হাওড়া পৌরসভা জানিয়েছে, সংখ্যাটা শূন্যে নিয়ে আসাই এখন লক্ষ্য। তাই এ বছর পুজোয় স্বাস্থ্য এবং সাফাই কর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত। এ ছাড়াও পুরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন প্রান্তে সাফাই অভিযানের সঙ্গে একাধিক ফিভার ক্লিনিক খোলা হয়েছে।
ডেঙ্গি ঠেকাতে বিশেষ পদক্ষেপ পৌরসভার, ফিভার ক্লিনিক খোলা হচ্ছে
এ ছাড়াও শহর জুড়ে সাধারণ মানুষকে সচেতন করতে আড়াই হাজারেরও বেশি ফ্লেক্স এবং হোডিং লাগানোর সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। প্রয়োজনে সংখ্যাটা বাড়ানো হবে। গোটা প্রক্রিয়া চলবে আগামী নভেম্বর মাস পর্যন্ত। সব মিলিয়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনাই এখন পৌরসভার কাছে প্রধান চ্যালেঞ্জ।
এতদিন শ্রীলঙ্কা, লাতিন আমেরিকা এবং আফ্রিকার কিছু দেশে ডেঙ্গি থ্রি-র ভ্যারিয়েন্ট প্রভাব দেখা যেত বেশি। এই বছর সিঙ্গাপুরেও ডেঙ্গি থ্রি-এর প্রকোপ দেখা গিয়েছে। সেই বিপজ্জনক ডেঙ্গি থ্রি-এ আক্রান্তের সংখ্যা এখন বাড়ছে বাংলাতেও।
বুধবার নিমতৌড়ির প্রশাসনিক বৈঠকে তা নিয়ে কড়া নির্দেশই দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "ডেঙ্গিটা বেড়েছে কয়েক জায়গায়। দেখে নিতে হবে। ডেঙ্গি-ম্যালেরিয়ার জন্য যে অ্যাডটা আছে, সেটা চালিয়ে যাও।" ইতিমধ্যেই ডেঙ্গি চিকিৎসার জন্য হাসপাতালগুলিকে সংশোধিত নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য দফতর।