কাবুল: টি-টােয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের আফগানিস্তান স্কোয়াড (Afganistan Cricket Team Squad) ঘোষিত হয়ে গেল। মহম্মদ নবির নেতৃত্বে খেলতে নামবে আফগান শিবির। এশিয়া কাপেও আফগানিস্তান (Afganistan) দলকে নেতৃত্ব দিয়েছিলেন নবি। সুপার ফোরেও পৌঁছে গিয়েছিল আফগান শিবির। পাকিস্তানকে কঠিন লড়াইয়ের মধ্যেও ফেলে দিয়েছিল তাঁরা। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই আফগানিস্তান শিবির নিয়ে অনেক আশা রয়েছে সে দেশের সমর্থকদের।
নেতৃত্বে নবি, ডেপুটি নাজিবুল্লাহ জাদরান
মহম্মদ নবির ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে নাজিবুল্লাহ জাদরানকে। এশিয়া কাপে যে দল খেলেছিল তার মধ্যে ৪ জন প্লেয়ার বাদ পড়েছেন বিশ্বকাপের স্কোয়াড থেকে। মিডল অর্ডার ব্যাটার ড্রয়িস রাসুলি। লেগ স্পিনার অলরাউন্ডার কোয়াইস আহমেদ ও ডানহাতি ফাস্ট বোলার সালিম সাফি ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। ২২ বছরের রাসুলি চলতি বছরেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন। কিন্তু আঙুলের চোটের জন্য ছিটকে গিয়েছিলেন এশিয়া কাপের স্কোয়াড থেকে। কিন্তু ফের জাতীয় দলে ফিরে এসেছেন তিনি। রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজের মতো তারকারা জায়গা করে নিয়েছে আফগানিস্তানের টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে।
এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ ঘিরে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। এশিয়া কাপে দুই দেশের মুখোমুখি সাক্ষাতের ফল ১-১। গ্রুপ পর্বে ভারত হারিয়েছিল পাকিস্তানকে। সুপার ফোরে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। তবে ফাইনালে উঠতে পারেনি ভারত। সুপার ফোর থেকেই ছিটকে গিয়েছিলেন রোহিত শর্মারা। অন্যদিকে বাবর আজমরা ফাইনালে উঠলেও দাসুন শনাকার শ্রীলঙ্কার কাছে হেরে খালি হাতে ফেরেন।
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে টুর্নামেন্টে ফের একবার মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিপক্ষ। ২৩ অক্টোবর মেলবোর্নে হবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। যে ম্যাচকে ঘিরে উন্মাদনা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি জানিয়েছে, ২৩ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিল ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তান হেরে যাওয়ার সঙ্গে সঙ্গেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল রোহিত শর্মাদের। তার আগে সুপার ফোরে নিজেরা পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারতীয় দল। পাকিস্তান ম্যাচ হারের রেশ এখনও কাটেনি। আর সমর্থকদের সব রোষ যেন তরুণ পেসার অর্শদীপ সিংহকে নিয়ে।