Tecno Pova Neo 5G: ভারতে লঞ্চ হতে চলেছে টেকনো সংস্থার নতুন ৫জি ফোন। আগামী ২৩ সেপ্টেম্বর দেশে লঞ্চ হবে টেকনো পোভা নিও ৫জি (Tecno Pova Neo 5G) ফোন। শোনা যাচ্ছে, টেকনো সংস্থার এই ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকতে চলেছে। দুটো রঙে ভারতে লঞ্চ হতে পারে Tecno Pova Neo 5G ফোন। শোনা যাচ্ছে, এই ফোনে থাকতে পারে একটি ৬.৯ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এছাড়াও এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১২ বেসড HiOS UI- এর সাহায্যে। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ প্রসেসর থাকতে পারে টেকনো পোভা নিও ৫জি ফোনে। এছাড়াও এই ফোনে একটি ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং LED ফ্ল্যাশ থাকতে পারে Tecno Pova Neo 5G ফোনে। ফোনের ডানদিকে থাকতে পারে পাওয়ার বাটন। একই দিকে থাকতে পারে ভলিউম রকার্স বা শব্দ বাড়ানো-কমানোর বাটন।
ভারতে টেকনো পোভা নিও ৫জি ফোনের সম্ভাব্য দাম
শোনা যাচ্ছে, টেকনো সংস্থার নতুন ৫জি ফোনের দাম ভারতে হতে পারে ১৭ হাজার টাকা থেকে ১৯ হাজার টাকার মধ্যে। যদিও নিশ্চিত দাম এখনও প্রকাশ্যে আসেনি। টেকনো সংস্থাও তাদের আসন্ন এই ফোনের দাম এখনও ঘোষণা করেনি। শোনা যাচ্ছে, Sapphire Black এবং Sprint Blue- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে টেকনো পোভা নিও ৫জি ফোন।
টেকনো পোভা নিও ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন
ক্যামেরা ফিচার্স- এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এই ফোনে একটি ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
Tecno Camon 19 Pro Mondrian Edition
কিছুদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে টেকনো সংস্থার নতুন ফোন Tecno Camon 19 Pro Mondrian Edition। এই প্রথম টেকনো সংস্থা কোনও ফোন লঞ্চ করেছে যার ব্যাক প্যানেলের রঙ পরিবর্তন হবে। টেকনো সংস্থার এই ফোন লঞ্চ হয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেল নিয়ে। এই ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। শূন্য থেকে ১৩ শতাংশ চার্জ হতে সময় লাগবে ১৩ মিনিট।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে Lava Blaze Pro ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে