সুনীত হালদার, হাওড়া: কুড়ি সালে করোনাকালে (Covid -19) এক বৃদ্ধকে নৃশংসভাবে খুনের ঘটনায় অভিযুক্ত আরপিএফ জওয়ানকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল হাওড়া আদালত। শুক্রবার হাওড়া আদালতের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ এই রায় ঘোষণা করেন।

আরও পড়ুন, চিপস চুরির অপবাদ সইতে না পেরে আত্মঘাতী ক্লাস সেভেনের পড়ুয়া ! 'মা আমি চুরি করিনি, কুড়িয়ে পেয়েছিলাম..', লিখে গেল সে

পাথর দিয়ে থেঁতলে বৃদ্ধকে 'খুন', ভেবেছিল কেউ টের পাবে না, কিন্তু শেষ রক্ষা হল না RPF জওয়ানের

২০২০ সালের জুন মাস।তখন করোনা আবহে জনজীবন প্রায় স্তব্ধ। সেই সময় শিবপুর এলাকার এক  বৃদ্ধ গুননিধি সাহু নিখোঁজ হয়ে যান।তিনি তার পরিচিত আর পিএফ জওয়ান সুকান্ত সাহুর সাথে মোটরবাইকে চেপে বেরিয়েছিলেন। এর প্রায় তিনদিন পর ওই বৃদ্ধের দেহ উদ্ধার হয়েছিল শালিমার স্টেশন সংলগ্ন একটি ড্রেন থেকে। তার মাথা বড় পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছিল বলে অভিযোগ।

সিসিটিভি ফুটেজে দেখা যায় মোটরবাইকে ওই বৃদ্ধকে চাপিয়ে নিয়ে গেলেও একা ফিরে আসতে..

শিবপুর থানার পুলিশ খুনের মামলা শুরু করে। সিসিটিভি ফুটেজ ও অন্য সূত্র ধরে তদন্তে উঠে আসে সুকান্ত সাহুর নাম। এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায় মোটরবাইকে ওই বৃদ্ধকে চাপিয়ে নিয়ে গেলেও একা ফিরে আসতে। সুকান্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে খুনের কথা। তাকে গ্রেফতার করে খুন ও তথ্য প্রমাণ লোপাটের মামলা শুরু করে শিবপুর থানার পুলিশ।

গুননিধি সাহু সুকান্তর থেকে অনেক টাকা পেতেন, ডাইরিই বলে দেয় সেই কথা

জানা যায়, গুননিধি সাহু সুকান্তর থেকে অনেক টাকা পেতেন। সেই টাকা না দেবার জন্য তাকে খুন করা হয়। করোনার সময় তদন্ত সেভাবে হবে না বলে মনে করেছিল অভিযুক্ত। কিন্তু তদন্তের পর প্রকাশ্যে আসে, ওই বৃদ্ধের ডাইরি। মূলত ওই  বৃদ্ধ গুননিধি সাহু বেশ কয়েক লক্ষ টাকা ধার দিয়েছিলেন অভিযুক্তকে। সেখানেই আর পিএফ জওয়ান সুকান্ত সাহুর নাম লিখে রেখেছিলেন। আর এই নথি প্রকাশ্যে আসতেই ধরা পড়ে যায় অভিযুক্ত। 

নির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে RPF জওয়ানকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা ঘোষণা

সরকারি আইনজীবী অরিন্দম মুখোপাধ্যায় জানান, 'নির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন বিচারক। এই রায় দানে খুশী মৃতের পরিবারের লোকেরা।'