সুনীত হালদার, হাওড়া: নবান্নর কাছে আগুন। ভোর ৪টে নাগাদ শিবপুর (shibpur) থানা এলাকার মনসাতলায় দ্বিতীয় হুগলি (second hooghly) সেতুর অ্যাপ্রোচ রোডের নীচে ঘুঁটের স্তূপে আগুন লেগে যায়। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে দমকলের দুটি ইঞ্জিনের মিনিট চল্লিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। মাসকয়েক আগে একই জায়গায় একটি সরকারি অফিসের পিছনে খড়ের গাদায় আগুন লাগে। 


হাওড়া শিবপুর থানা অন্তর্গত মনসাতলায় দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রচ রোডের নিচে ও রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্নর খুব কাছে শুক্রবার ভোররাতে হঠাৎ আগুন লাগে। ভোর চারটে নাগাদ দাউ দাউ করে জ্বলতে দেখা যায় ঘুঁটের পাহাড়। স্থানীয় সূত্রে খবর, সেই সময়  স্থানীয় এক বাসিন্দা দেখতে পান যে ধোঁয়া বেরোচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে অন্যান্য বাসিন্দাদের এবং  শিবপুর থানায় খবর দেন। পুলিশ খবর দেয় দমকলে। একে একে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছায়। দমকলকর্মীরা প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।  তবে এইভাবে আগুন লেগে যাওয়ার ঘটনায় মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 


উল্লেখ্য মাস কয়েক আগে নবান্নর কাছে একটি সরকারি অফিসের পেছনে ওই একই জায়গায় আগুন লেগেছিল। ফের ওখানে  ভোররাতে কেমন করে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। যদিও দমকল আধিকারিকদের অনুমান কেউ বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো ফেলায় এই আগুন লাগে। এক স্থানীয় বাসিন্দা  জানিয়েছেন এইখানে কয়েকদিন আগে একজন ঘর করার জন্য এসেছিল। তাঁকে বারণ করা হয়। সেদিন সে হুমকি দিয়েছিল যে আবার এখানে আগুন লাগিয়ে দেবে। সম্ভবত সেই ছেলেটি এই আগুন লাগায়। এমনটাই তাঁর আশঙ্কা‌। এই ঘটনায় হতাহতের খবর না থাকলেও ভোরবেলায়  আতঙ্ক ছড়িয়ে পড়ে। 


আরো পড়ুন: ইভিএমে কারচুপি! ফরেন্সিক পরীক্ষার দাবি তুললেন মমতা