অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: এবার শতাব্দী এক্সপ্রেসের থেকেও থেকেও কম সময়ে পৌঁছনো যাবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি। সৌজন্যে বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার ভার্চুয়াল মাধ্য়মে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।


বন্দে ভারতের দৌড় শুরু: হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে দৌড়ের সূচনা হল বন্দে ভারত এক্সপ্রেসের। ভারতীয় প্রযুক্তিতে তৈরি সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত। গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার। তবে এখন চলবে ১৩০ কিলোমিটার গতিবেগে। রেল সূত্রে খবর, ডানকুনি থেকে খানা জংশনের মধ্যে বন্দে ভারতের সর্বাধিক গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। তার পর রেললাইনের স্বাস্থ্যের কারণেই গতি আর বাড়ানো যাবে না। ১ জানুয়ারি থেকে যাত্রী পরিষেবা শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলবে সপ্তাহে ৬ দিন। সময় লাগবে ৮ ঘণ্টারও কম।


কী কী পরিষেবা মিলবে?



  • বন্দে ভারত এক্সপ্রেসে বুলেট বা মেট্রো ট্রেনের মতো রয়েছে ইন্টিগ্রেটেড ইঞ্জিন।

  • সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই ট্রেনে কোচের সংখ্যা ১৬।

  • ট্রেনের দরজা স্বয়ংক্রিয়। দরজা তখনই খুলবে যখন ট্রেনটি পুরোপুরি থামবে। যখন দরজা পুরোপুরি বন্ধ হবে তখনই ট্রেনটি চলতে শুরু করবে।

  • প্রতি কোচে আছে সিসি ক্যামেরার নজরদারি।

  • রয়েছে বায়ো-ভ্যাকুয়াম টয়লেট। ভারতীয় এবং পাশ্চাত্য দুই ধরনের ব্যবস্থা।

  • জিপিএস-এর সাহায্যে কামরার স্ক্রিনে দেখা যাবে কত গতিবেগে ছুটছে ট্রেন। জানা যাবে, পরের স্টেশনের নাম।

  •  বন্দে ভারতে একসঙ্গে সফর করতে পারবেন ১ হাজার ১২৮ জন যাত্রী।

  • বসার ব্যবস্থা দু'রকম। এসি চেয়ার কার ও এক্সিকিউটিভ ক্লাস। এক্সিকিউটিভ ক্লাসের চেযার ঘোরানো যায় 180 ডিগ্রি। চাইলেই চেয়ার ঘুরিয়ে বসা যায় জানালার মুখোমুখি।

  • টিকিটের সঙ্গেই ধারা থাকবে খাবারের দাম। সিটে বসেই মিলবে চা-জলখাবার থেকে দুপুর ও রাতের খাবার।

  • বন্দে ভারতে যাত্রীদের জন্য মিলবে অনবোর্ড ওয়াই-ফাই অ্যাক্সেস।  সবার জন্য থাকবে মোবাইল ফোনের চার্জিং পয়েন্ট।

  • বিশেষভাবে সক্ষম যাত্রীদের কিছু কোচে রয়েছে হুইলচেয়ার রাখার জায়গা।


ট্রেনের ভাড়া: হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এসি চেয়ার কারের ভাড়া ১ হাজার ৫৪৩টাকা ও এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২ হাজার ৮০৩ টাকা। হাওড়া থেকে মালদা গেলে চেয়ার কারের ভাড়া ৯২৯ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাস ১ হাজার ৭৫৩ টাকা। হাওড়া থেকে বোলপুর এসি চেয়ার কারের ভাড়া পড়বে ৬২৮ টাকা, এক্সিকিউটিভ ক্লাস ১ হাজার ১৫০ টাকা।


যাত্রাপথ: যাত্রা শুরুর পর শুধুমাত্র এদিনের জন্য হাওড়া ও নিউ জলপাইগুড়ির মাঝে ডানকুনি, কামারকুনডু, বর্ধমান, খানা, বোলপুর, রামপুরহাট, নিউ ফরাক্কা, মালদা, কিষাণগঞ্জ সহ ১৬টি স্টেশনে স্টপেজের ব্যবস্থা করা হয় বন্দে ভারত এক্সপ্রেসের।  তবে ১ জানুয়ারি থেকে ট্রেনটি থামবে শুধুমাত্র বোলপুর, মালদা টাউন, বরসোই স্টেশনে। 


আরও পড়ুন: Vande Bharat Express: চাকা গড়াতেই তুঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের চাহিদা, শেষ ২ দিনের টিকিট