সুনীত হালদার,হাওড়া: বাইক দুর্ঘটনায় মৃত্যু দম্পতির (Howrah Road Accident)। গতকাল রাত বারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ডোমজুড়ের শলপ ব্রিজে (Domjur)। দিদির বাড়ির পুজোতে গিয়ে ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ব্রিজ থেকে ছিটকে সার্ভিস রোডে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দম্পতির। বেপরোয়া ভাবে বাইক চালানোর জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিশ। 


আরও পড়ুন,নদী বাঁধ ভেঙে ভাসল গোসাবা, প্রশাসন কোথায় ? প্রশ্ন শুভেন্দুর


ব্রিজ থেকে নামার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড ওয়ালে ধাক্কা


পুলিশ সূত্রে খবর, ডোমজুড়ের পাকুড়িয়া ঘোষ পাড়ার বাসিন্দা প্রসেনজিৎ সিং  এবং তার স্ত্রী তনুশ্রী সিং বাইকে চেপে মধ্য হাওড়ার ইছাপুরে দিদির বাড়ি থেকে ফিরছিলেন। তাঁদের বয়েস যথাক্রমে ২৫ বছর এবং ১৮ বছর। গতকাল রাতে দিদির বাড়িতে পুজো উপলক্ষে তারা গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে বেপরোয়া ভাবে বাইক চালাচ্ছিলেন প্রসেনজিৎ। শলপ ব্রিজ থেকে নামার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড ওয়ালে ধাক্কা মারে। স্বামী স্ত্রী দুজনেই ব্রিজ থেকে কমপক্ষে ৩০ ফুট নিচে সার্ভিস রোডে পড়েন। ঘটনাস্থলেই তাদের দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে থাকতে দেখা যায়। ডোমজুড় থানার নাইট পেট্রোলিং ভ্যান তাদের উদ্ধার করে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় বাইকটিও দুমড়ে মুচড়ে যায়। পুলিশ মৃতের পকেটে লাইসেন্স দেখে তাদের শনাক্ত করেছে।


সেফ ড্রাইভ, সেভ লাইফের একাধিক কর্মসূচির পরেও হুঁশ ফেরেনি 


গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বেপরোয়াভাবে বাইক চালানোর ফলেই এই দুর্ঘটনা। মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ দুটিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, রাজ্যে গত কয়েক বছর ধরে সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে একাধিক কর্মসূচি পালন করা হচ্ছে। মাইকিং, অনুষ্ঠান, পোস্টার, ব্যানার করে নাগরিকদের সচেতন করছে পুলিশ প্রশাসন। তারপরেও বেপরোয়া ড্রাইভের নেশা ছাড়তে পারেননি অনেকেই। অনেকেই বাইরে বসে হেলমেট পড়ছেন না। গাড়িতে বসে সিট বেল্ট বাধছেন না। নিয়ম বিধি না মেনে প্রাণের ঝুঁকি নিয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন। আর তারই জ্বলন্ত উদাহরণ ডোমডুড়ের এই দুর্ঘটনা।