সুনীত হালদার, হাওড়া: চিকিৎসার গাফিলতিতে ফের রোগী মৃত্যুর অভিযোগ। যা নিয়ে সোমবার উত্তেজনা ছড়ায় জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্তের নির্দেশ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের।


রোগী মৃত্যুর অভিযোগ: সোমবার ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে। জানা যায়, রবিবার রাত আটটা নাগাদ জগৎবল্লভপুর ইছানগরীর নিমতলা এলাকার বাসিন্দা বছর ৩৪-এর রাজু জেলে নামের এক যুবক জ্বর নিয়ে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। সেখানেই সে চিকিৎসাধীন ছিলেন।  রাজু জেলের পরিবার জানান, সোমবার বিকেল চারটা নাগাদ বেশ সুস্থ ছিলেন রাজু। তারপর হঠাৎই হাসপাতালের এক চিকিৎসকের নির্দেশে ওই যুবককে একটি ইনজেকশন দেন। তারপরই অবস্থার দ্রুত অবনতি হয়। ওই যুবকের পরিবারের অভিযোগ চিকিৎসককে বারবার ডাকার পরও আসেননি। চিকিৎসক না আসার কারণেই ওই যুবকের মৃত্যু হয় বলে দাবি পরিবারের। 


এই ঘটনায় হাসপাতাল চত্বর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছাড়ায়। ঘটনার পর ওই চিকিৎসক হাসপাতাল ছেড়ে চলে যায়। এরপর মৃত যুবকের পরিবারের লোকজন হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। তারা এসে পরিস্থিতি সামাল দেন। হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত জানান চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করা হবে।                


গত মাসে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। প্রতিবাদ করায় রোগীর আত্মীয়দের মারধরের অভিযোগ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা। পরিস্থিতি সামাল দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গত ২৭ জুন দেড় বছরের একটি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ , শিশুর চিকিৎসার বদলে ক্রিকেট দেখতে ব্যস্ত ছিলেন কর্তব্যরত জুনিয়ার ডাক্তাররা। শিশুর আত্মীয়রা এই নিয়ে অভিযোহ করলেই হামলা হয় তাঁদের ওপর। ঘটনাস্থলে গিয়ে জুনিয়ার ডাক্তারদের হামলার শিকার হন জেলা তৃণমূলের সভানেত্রা চৈতালি ঘোষ সাহা। এই নিয়ে কোনও মন্তব্য করেননি রায়গঞ্জ মেডিক্যাল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: MLA Oath: আজই বিধানসভায় শপথ, ৪ জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ