সুনীত হালদার ও সমীরণ পাল, হাওড়া : ডোমজুড় কাণ্ডে অভিযুক্ত শ্বেতা খানের সঙ্গে একাধিক তৃণমূল নেতার ছবি। অরূপ রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি শ্বেতা খানের। তৃণমূলের সংখ্যালঘু সেলের মিছিলেও শ্বেতার উপস্থিতি। 'কারও সঙ্গে ছবি থাকতেই পারে, তাতে কিছু যায় আসে না। এখন অভিযোগ উঠেছে, দল কড়া ব্যবস্থা নেবে', প্রতিক্রিয়া তৃণমূলের হাওড়ার চেয়ারম্যান অরূপ রায়ের। 'এক সময় ডোমজুড় কেন্দ্রের বিধায়ক ছিলাম, নানা অনুষ্ঠানে যেতাম। কে কখন ছবি তুলেছে বলতে পারব না', প্রতিক্রিয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের। 

আরও পড়ুন, 'স্মার্ট মিটারে বিদ্যুতের বিল বাড়ছে..' ! গুরুতর অভিযোগ তুলে অবরোধ-বিক্ষোভ বারাসতে

ঝাঁ চকচকে লাইফ স্টাইল। নিত্যনতুন ক্লাবিং, নাইট আউট। বিলাসবহুল গাড়িতে ভ্রমণ। ইভেন্ট ম্যানেজমেন্টের আড়ালে, হাও়ড়ার ডোমজুড়ে মা-ছেলের সফট পর্ন চক্রের কুকীর্তির মাঝেই সামনে আসছে অভিযুক্ত শ্বেতা খানের একের পর এক ছবি-ভিডিও। প্রশ্ন উঠছে, বিলাসবহুল এই জীবনযাত্রা শ্বেতা চালিয়ে যেতেন কীভাবে? সফট পর্ন সাম্রাজ্যের জোরেই এই প্রভাব-প্রতিপত্তি? সেই আবহেই, এবার অভিযুক্ত শ্বেতা খানের সঙ্গে মিলেছে তৃণমূল যোগ।

সোশাল মিডিয়ায় নিজেকে তৃণমূলের কর্মী হিসেবে দাবি করা শ্বেতার প্রোফাইল জুড়ে,তৃণমূলের প্রথম সারির একাধিক নেতা-মন্ত্রীদের সঙ্গে একাধিক ছবি দেখা যাচ্ছে তাঁর।কখনও মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে। কখনও আবার ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও এক ফ্রেমে দেখা যাচ্ছে তাঁকে। তৃণমূলের কেন্দ্রীয় বঞ্চনার মিছিলে একেবারে সামনের সারিতে হেঁটেছেন তিনি। অর্থাৎ, বলাই যায় তৃণমূলেরই কেউকেটা গোছের কেউ শ্বেতা। বিরোধী মহলে প্রশ্ন, শাসক-বলেই বলীয়ান অভিযুক্ত শ্বেতা খান? সেই সূত্রেই এত প্রভাব-প্রতিপত্তি? বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক  উমেশ রাই বলেন, এদের পিছনে যে নেতাদের আশীর্বাদ আছে, যাদের সংরক্ষণ আছে, তাদেরকে আজকে জবাব দিতে হবে, এই ধরনের মহিলাদেরকে নিয়ে তাঁরা সমাজকে কী বার্তা দিতে চায়? হাওড়া জেলার তৃণমূল নেতা-মন্ত্রীদের জবাব দিতে হবে, তাঁরা নারী কল্যাণের নামে কি এইভাবে এই ফুলটুসির মতো মহিলাদেরকে সামনে রেখে কি নারী কল্যাণ করছে নাকি নারী সমাজকে ধ্বংস করছে? যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল । মন্ত্রী ও তৃণমূল বিধায়ক অরূপ রায়, হাজার হাজার লোক থাকে, তারা যদি নিজেদের ব্যবহার করে কী করা যাবে দল প্রশ্রয় দেয় না। কোনও নেতা যদি এদের জায়গা দেয় তাহলে তাদেরকে বহিষ্কার করতে বলব।' সব মিলিয়ে, এবার ডোমজুড়কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য।