সুনীত হালদার, হাওড়া: এবার যেনও অদ্ভুত এক আঁধার গ্রাস করেছে আমাদের চারপাশকে! কারওরই যেনও রেহাই নেই ! এবার প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিল প্রেমিকা ! ভয়াবহ ঘটনাটি ঘটেছে ডোমজুড় থানা এলাকায়।
এসএসকেএম হাসপাতালে ভর্তি প্রেমিক। প্রেমিকাকে আটক করেছে ডোমজুড় থানার পুলিশ। জানা গিয়েছে, একই পাড়ার বাসিন্দা দুজনের মধ্যে গত দু'বছর ধরে ভালবাসার সম্পর্ক ছিল। কিন্তু কোনও কারণে প্রেমিকাকে ব্ল্যাকমেল করছিল প্রেমিক। এরপরেই গতকাল রাত বারোটা নাগাদ তাঁকে ডেকে পাঠায় ওই তরুণী। এরপর তাঁকে বাড়ির কাছে বাগানে ডেকে নিয়ে যায়। গাছের সঙ্গে তাঁকে বেঁধে দেয়। চোখ কাপড় দিয়ে ঢেকে দেয়।এরপর ছুরি দিয়ে কেটে দেয় পুরুষাঙ্গ বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের লোকেরাও ঘটনার নিন্দা করেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রেক্ষাপট ভিন্ন হলেও পুরুষাঙ্গ কেটে নেওয়ার ঘটনা নতুন নয়। এহেন ঘটনা অতীতে ঘটেছে ভিনরাজ্যেও। মধ্যপ্রদেশে ধর্ষণ থেকে বাঁচতে পুরুষাঙ্গ কেটে নিয়েছিলেন এক গৃহবধূ। এখানেই শেষ নয়, অতীতে একাধিক ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় দ্রুত মৃতদেহ দাহ করার ইস্যু উঠে এসেছে। একাধিক মামলা রাজ্য পুলিশের হাত থেকে স্থানান্তরিত হয়ে, কোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গিয়েছে। এবং সেই সকলক্ষেত্রে মৃতদেহ দাহ করলে, আর পুনরায় ময়না তদন্তের সুযোগ থাকছে না। যদিও এর মধ্যে কিছু ব্যতিকর্মী ঘটনাও রয়েছে। যেখানে কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্ত করা হয়েছে। এদিকে সদ্য ঘটে যাওয়া আরজি কর কাণ্ডে এখনও প্রতিবাদের ঝড় দিকে দিকে।
সম্প্রতি ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। অভিযোগ নিতে গড়িমসি ও নিষ্ক্রিয়তার অভিযোগে পোড়ানো হয়েছিল পুলিশ ফাঁড়ি। ভয়ঙ্কর অত্যাচারের ঘটনা যেন একসূত্রে বেঁধে দিয়েছে আলিপুরদুয়ার, জয়নগর, ফরাক্কার মতো জায়গাকে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে প্রতিবেশীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায়, গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানি ও কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠেছিল। তা নিয়ে ধুন্ধুমার কাণ্ডও ঘটে যায়। অভিযুক্তকে পিটিয়ে মেরে ফেলেছিল উত্তেজিত জনতা।
আরও পড়ুন, সীমান্তে এবার BSF-এর উপর 'হামলা' ! রাবার বুলেটে জখম বাংলাদেশের নাগরিক..
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।