শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: দিনহাটায় BSF-এর রাবার বুলেটে গুরুতর জখম হলেন বাংলাদেশের এক নাগরিক। জেলা পুলিশ সূত্রে দাবি, গরু পাচারের চেষ্টা করছিলেন কয়েকজন। বাধা দেওয়ায় BSF-এর উপর হামলা করে পাচারকারীরা। এরপরই রাবার বুলেট ছোড়ে BSF.


অশান্ত বাংলাদেশ। তাই সীমান্তে নজরদারি আরও কঠোর করা হয়েছে বলে, আগেই দাবি করেছে BSF.আর এই প্রেক্ষাপটেই জলপাইগুড়িতে BSF-এর গুলিতে বাংলাদেশের এক গরু পাচারকারীর মৃত্যুর পর, এবার কোচবিহারের দিনহাটায় BSF-এর ছোড়া রাবার বুলেটে জখম হলেন ওই দেশের আরেক পাচারকারী।


অশান্ত পদ্মাপাড়।বাংলাদেশে হিন্দুদের ওপর অত্য়াচার থামছে না। গোয়েন্দা সূত্রে দাবি, এই পরিস্থিতির সুযোগ নিয়ে গরু এবং জাল নোট পাচারকারীরা যাতে সক্রিয় না হতে পারে, সেজন্য় বিশেষ নজর রাখা হচ্ছে। এরই মধ্যে, সম্প্রতি জলপাইগুড়িতে BSF-এর গুলিতে মৃত্যু হয়েছিল একজন বাংলাদেশি গরু পাচারকারীর। বাধা দেওয়ায় পাচারকারীরা প্রথমে হামলা চালিয়েছিল বলে দাবি করেছিল BSF.


অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুর্শিদাবাদের রানিনগরের সীমান্তবর্তীর এলাকার মানুষ।BSF-এর তরফে দাবি করা হয়েছিল, রাতে ২০ থেকে ২৫ জন বাংলাদেশি, বেরুবাড়ি পঞ্চায়েত এলাকার সিংপাড়া থেকে বাংলাদেশে গরু নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। জওয়ানরা বাধা দিলে, তাঁদের উপর চড়াও হয় পাচারকারীরা। এরপরই স্টান গ্রেনেড ছোড়ার পাশাপাশি গুলি চালিয়েছিল BSF। তাতেই মৃত্যু হয় বাংলাদেশের ওই নাগরিকের। পরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাঁর মৃতদেহ নিয়ে যায়। 


বাংলাদেশের উত্তাল পরিস্থিতির আবহে মুর্শিদাবাদে কাঁটাতারহীন সীমান্ত এলাকায় নিজেদের পাহারার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে BSF. কিন্তু সম্প্রতি রানিনগরের চর রাজাপুরে দেখা গিয়েছিল অন্য ছবি। দুই দেশের মধ্যে এখানে কোনও কাঁটাতার নেই। সীমান্ত তৈরি করেছে পদ্মা নদীর একটি শাখা। এতদিন এখানে জিরো পয়েন্ট থেকে ৩-৪ কিলোমিটার দূরে মোতায়েত থাকত BSF। কিন্তু, নিরাপত্তা বাড়ানোর কথা ঘোষণার পরও, ছবিটা বদলায়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।


আরও পড়ুন, ঢাকাতেই মন্দিরে তাণ্ডব ! গুঁড়িয়ে দেওয়া হল লক্ষ্মী নারায়ণের মূর্তি


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।