সুনীত হালদার, উলুবেড়িয়া: হাতে মাত্র কটা দিন বাকি। দরজায় কড়া নাড়ছে রঙের উৎসব দোল (Holi 2022)। আর এই দোল উৎসবে আনন্দে মেতে উঠতে চাই রঙিন সুগন্ধী আবির। উলুবেড়িয়ার (Uluberia) আশা ভবনে এখন জোরকদমে চলছে প্রস্তুতি। এই উৎসবে সামিল হতে বিশেষ সক্ষম ছেলেমেয়েরা তৈরি করছে ভেষজ আবির (Natural Colour)। দোলের আগে যার চাহিদা বেশ ভালো।


বর্তমানে আবিরের (Colours) চাহিদা বৃদ্ধি পেয়েছে। ফলে কৃত্রিম আবিরের উৎপাদনই হয়ে থাকে সবচেয়ে বেশি। যা ত্বকের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এই ধরণের আবির তৈরিতে সাধারণত ব্যবহার করা হয় রেড অক্সাইড, মেটানিল ইয়েলো, ম্যালাকাইট গ্রিন ছাড়াও সীসা, ক্যাডমিয়ামের মতো ক্ষতিকারক রাসায়নিক। যার ফলে দোলের পর অধিকাংশ মানুষই ত্বকের বিভিন্ন সমস্যায় ভোগে।তবে প্রাকৃতিক আবির বা ভেষজ আবিরে এই সমস্যা থাকে অনেক কম। এই ধরণের আবির তৈরি হয় প্রাকৃতিক বিভিন্ন উপাদান যেমন, গাঁদা ফুল, কাঁচা হলুদ, জবা, বিট, অপরাজিতা, পালং, গোলাপের নির্যাস দিয়ে। এই আবিরে রাসায়নিক থাকে নামমাত্র।


দোলের রঙে অনেকের এলার্জি আছে। রঙে নানা ধরনের রাসায়নিক (Chemical) ব্যবহারের ফলে চামড়ায় নানা ধরনের সমস্যা (Skin Problem) দেখা দেয়। তাই প্রাকৃতিক উপাদান (Natural ingredients) থেকে তৈরি ভেষজ আবিরের  চাহিদা দিন দিন বাড়ছে। উলুবেড়িয়ার (Uluberia) আশা ভবনে বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরা এখন সেই কাজই করছে। বিভিন্ন ধরনের ফুল (Flower) ও ট্যালকম পাউডার (Powder) দিয়ে ছয় রকম আবির তৈরি করছে। টাটকা গাঁদা, পলাশ, গোলাপ, অপরাজিতা এবং রজনীগন্ধা ফুল, ট্যালকম পাউডার ও নিম পাতা গুড়ো মিশিয়ে হলুদ, কমলা, গোলাপি, সবুজ, সাদা এবং নীল রঙের আবির তৈরি করছে। এই সুগন্ধি আবির শরীরের পক্ষে ক্ষতিকারক নয়। দাম আয়ত্তের মধ্যে। এই আবির বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ছাড়াও খোলাবাজারে বিক্রি হচ্ছে। এবারে দোলের আগে এর চাহিদা ভালোই বলে জানিয়েছেন আশা ভবনের কো-অর্ডিনেটর।


আরও পড়ুন: Diabetes Eye Problems : এই উপসর্গগুলি অবহেলা করলে ডায়াবেটিস কাড়তে পারে দৃষ্টিশক্তিও