ভাস্কর ঘোষ, হাওড়া: অলৌকিকভাবে প্রাণ বেঁচে যাওয়ার ঘটনা বহু ক্ষেত্রেই দেখা যায়। চলতি কথায় তেমন ঘটনাকে বহু মানুষই 'রাখে হরি মারে কে' বলে থাকেন. এবারও তেমনই ঘটনা দেখা গেল। বহুতলের ছাদ থেকে পড়ে গিয়েও প্রাণে বেঁচে গেলেন এক ব্যক্তি। চোট আঘাত গুরুতর হলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক নয় বলেই জানা গিয়েছে। I ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) বেলুড়ের (Belur) প্যারীমোহন মুখার্জি লেনে।


বহুতলের ছাদ থেকে পড়েও প্রাণে বাঁচলেন যুবক-


স্থানীয় সূত্র অনুযায়ী জানা গিয়েছে, মোহিত শর্মা (Mohit Sharma) নামে এক যুবক প্রতিদিন তাঁর বন্ধুর সঙ্গে বাড়ির ৬ তলার ছাদে বসে গল্পগুজব করেন এবং মদ্যপান করেন। অন্যান্য দিনের মতো এদিনও তিনি এবং তাঁর এক বন্ধুর সঙ্গে গল্পগুজব করছিলেন। দুই বন্ধু মদ্যপানও করছিলেন। হঠাৎই কোনওভাবে মোহিত শর্মা ৬ তলার রেলিং টপকে নিচে পড়ে যান। প্রচন্ড জোর আওয়াজে স্থানীয় বাসিন্দারা সকলে দৌড়ে যান। তাঁরা দেখতে পান বহুতলের ছাদ থেকে নিচে পড়ে গেলেও ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক নয়। তবে, অনেক উপর থেকে পড়ে যাওয়ার কারণে তাঁর শরীরে গুরুতর চোট আঘাত লেগেছে। বহুতলের পাশেরই একটি বাড়ির টালির ছাদ ভেঙে গিয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই যুবক বহুতলের ছাদের রেলিং টপকে পড়ার সময়ে সৌভাগ্যক্রমে পাশের বাড়ির টালির ছাদের উপর পড়েন। তারপর গড়িয়ে মাটিতে পড়ে যান। তাঁর চোট আঘাত গুরুতর হলেও প্রাণহানি ঘটেনি। দ্রুত এলাকার লোকেরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 


আরও পড়ুন - National Highway Blocked: পয়গম্বর বিতর্কের আঁচ বাংলাতেও, সকাল থেকে স্তব্ধ জাতীয় সড়ক ৬, নাজেহাল সাধারণ মানুষ


পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, মোহিত শর্মা নামে ওই যুবকের সঙ্গে তাঁর যে বন্ধু ছিলেন, তাঁর খোঁজ চালান হচ্ছে। বহুতলের ছাদ থেকে যুবকের পড়ে যাওয়ার ঘটনা নেহাতই দুর্ঘটনা, নাকি তাঁকে কেউ ঠেলে ফেলে দিয়েছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। মদ্যপান করার সময়ে বন্ধুর সঙ্গে যুবকের কোনও প্রকার বচসা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে বেলুড় থানার পুলিশ।