হাওড়া: আমতার এক স্বাস্থ্য আধিকারিককে হেনস্থার অভিযোগ বিধায়ক নির্মল মাজির বিরুদ্ধে। কর্মক্ষেত্রে হেনস্থা, ভয় দেখানো, দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ আধিকারিকের। স্বাস্থ্য অধিকর্তাকে লিখিত অভিযোগ দায়ের স্বাস্থ্য আধিকারিকের।'জেলার রিভিউ মিটিং, প্রশিক্ষণ ও ফিল্ড ভিজিট করতে নিষেধ করা হয়েছে। ২৪ ঘণ্টা হাসপাতালে থাকতে নির্দেশ দিয়েছেন তৃণমূল বিধায়ক।ডিউটি আওয়ারের পর বিভিন্ন সময় ব্যক্তিগতভাবে চেম্বারে ডেকে পাঠিয়েছেন',স্বাস্থ্য অধিকর্তাকে অভিযোগে উল্লেখ আমতার স্বাস্থ্য আধিকারিকের। 

Continues below advertisement

আরও পড়ুন, EVM-এর ফার্স্ট লেভেল চেকিং প্রশিক্ষণ শুরু, আজ শুভেন্দুদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

Continues below advertisement

অপমান করা, ভয় দেখানো ও হুমকি দেওয়ারও অভিযোগ নির্মল মাজির বিরুদ্ধে। ২ মাস আগে নালিশের পরও ব্যবস্থা নেওয়া হয়নি, অভিযোগ স্বাস্থ্য আধিকারিকের। স্বাস্থ্য আধিকারিকের অভিযোগ নিয়ে সরব অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স। স্বাস্থ্য অধিকর্তার কাছে জানতে চাওয়া হলেও উত্তর দেননি, অভিযোগ অ্যাসোসিয়েশনের। উত্তর দেননি স্বাস্থ্যসচিবও, দাবি অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্সের।  এনিয়ে ফোন করা হলে, ফোন ধরেননি নির্মল মাজি, হোয়াটসঅ্যাপ মেসেজেরও উত্তর দেননি। 

বছরটা বাইশ সাল। একের পর এক বিতর্কে জড়িয়ে অপসারিত হয়েছিলেন নির্মল মাজি। সেসময় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পোস্ট থেকে অপসারিত হয়েছিলেন তিনি। মূলত সেসময়ও চিকিৎসকদের সঙ্গে দুঃব্যবহার এবং হুমকির অভিযোগ উঠেছিল।  সেসময় মেয়াদ ফুরিয়ে যাওয়া সেন্ট ব্যবহারর জন্য চাপ দেওযা হচ্ছে,এই প্রতিবাদে, কলকাতা মেডিক্যালের কার্ডিওলি বিভাগের প্রধানকে সেবার তিনি হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল।  এই অভিযোগ তুলেছিল সার্ভিস ডক্টর ফোরাম। সেসময় নির্মল মাজি বলেছিলেন, ওরা বিরোধী তাই অভিযোগ তুলবেই।

যদি গঙ্গায় বহু জল গড়িয়েছে। বর্তমানে আবার সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্যপদ ফিরে পান তৃণমূলের চিকিৎসক বিধায়ক নির্মল মাজি। চেয়ারম্যান না হলেও কলকাতার রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথালমোলজির রোগী কল্যাণ সমিতির সদস্য হিসেবে তাঁর নাম ঘোষণা করে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। এর আগে, এসএসকেএম-এ কুকুরের ডায়ালিসিস করানোর চেষ্টার অভিযোগ থেকে, প্রবীণ চিকিৎসককে হুঁশিয়ারি এমনকী, মেয়াদ ফুরানো স্টেন্ট ব্যবহারের জন্য চাপ দেওয়া সহ একাধিক অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। ২০২২ সালে, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে সরানোও হয়েছিল তৃণমূলের চিকিৎসক বিধায়ক নির্মল মাজিকে। এবার ফের কাছাকাছি পদ নিয়েই প্রত্যাবর্তন হল তাঁর।