সুনীত হালদার, হাওড়া: নদীতে স্নান করতে নেমে দুর্ঘটনা এই প্রথমবার নয়। এবার ফের অতীতের তিক্ত ঘটনা ফিরল হাওড়া জেলায়। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক।  আজ বিকেলে সাড়ে চারটে নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটে সালকিয়া বাধা ঘাটে।



পুলিশ সূত্রে খবর, বেলুড় থানা এলাকার ৩ যুবক মহম্মদ রেহান (২৯),  আশিক খান (২০) এবং ফিরোজ খান (২২) গঙ্গায় স্নান করতে নেমেছিলেন। হঠাৎ গঙ্গায় জোয়ার আসায় তিনজন তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করতে পারলেও ফিরোজ তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালিপাঁচঘরা থানার পুলিশ। রিভার ট্রাফিক পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা নদীতে তল্লাশি চালালেও কোনও খোঁজ পাওয়া যায়নি। এখনো তল্লাশি চলছে।


অতীতে এমন ঘটনার বারংবার সাক্ষী হয়েছে বাংলা। পশ্চিম মেদিনীপুরে পিকনিক করতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু হয়েছিল এক যুবকের। বড়দিনে পিকনিক করতে গিয়ে কেলেঘাই নদীতে ডুবে মৃত্যু হয়েছিল তাঁর।  মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছিল পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ৪ নম্বর দশগ্রাম অঞ্চলের দেহাটি কেলেঘাই ব্রিজ সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম শুভেন্দু দে। বয়স ছিল ২২ বছর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছিল,দশগ্রাম অঞ্চলেরই বাসিন্দা ওই যুবক। বড়দিনে বন্ধুদের নিয়ে কেলেঘাই নদীর পাড়ে পিকনিক করতে যায়। রান্নাবান্না শেষে করে কয়েকজন বন্ধু মিলে কেলেঘাই নদীতে নৌকা নিয়ে স্নান করতে নামতেই ঘটে গিয়েছিল দুর্ঘটনা।


সেইসময় শুভেন্দু দে নামে সেই যুবক নদীর জলে তলিয়ে গিয়েছিল। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি শুরু করার পর যুবকের দেহ উদ্ধার হয়েছিল। তারপর তাকে তড়িঘড়ি সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছিল। ইতিমধ্যে সবং থানার পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেছিল। তবে স্থানীয়দের অধিকাংশের দাবি মদ্যপান করার কারণেই এই ঘটনা ঘটেছিল। ইতিমধ্যে সবং থানার পুলিশ যুবকের মৃত্যুর ঘটনার তদন্তে নেমেছিল। 


অপরদিকে উত্তর ২৪ পরগনার খড়দার ক্যাম্পঘাটেও মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। গঙ্গায় ডুবে মৃত্যু হয়েছিল ২ যুবকের। স্থানীয় সূত্রে খবর পাওয়া গিয়েছিল, গঙ্গার পাড়ে বাজি ফাটানোর সময় আচমকা পা পিছলে জলে পড়ে গিয়েছিলেন চার তরুণ। বেশ কিছুক্ষণের চেষ্টায় দুজন জল থেকে উঠে আসতে পারলেও বাকি দু জন তলিয়ে গিয়েছিলেন। পরে তাঁদের দেহ উদ্ধার করা হয়।