সুনীত হালদার, হাওড়া: মহালয়া (Mahalaya) থেকেই একাধিক পুজোর (Durga Puja) উদ্বোধন হয়ে গিয়েছিল। সেই মতো রাত্রে জনজোয়ার দেখেছে তিলোত্তমা। ভিড় এড়াতে অনেকেই আগেভাগে ঠাকুর দেখার কাজ সেরেছেন। এদিকে, সারারাত ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় (Accidnet) জখম হল এক পরিবার।
পঞ্চমীর ভোরবেলায় ঘটনাটি ঘটে বাঁকড়ার জাপানি গেটের কাছে। আহত স্বামী-স্ত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, গতকাল রাত এগারোটা নাগাদ বাঁকড়ার বাসিন্দা কার্তিককুমার গুপ্ত তার স্ত্রী এবং দুই শিশুকে নিয়ে গাড়িতে চেপে হাওড়া এবং কলকাতার মন্ডপ দর্শন করতে বের হন।
সারারাত ঠাকুর দেখার পর আজ সকাল পাঁচটা নাগাদ যখন তিনি বাড়ি ফিরছিলেন সেই সময় হাওড়া আমতা রোডের ওপর জাপানি গেটের গাছে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি ছোট লরিকে ধাক্কা মারে। এই দুর্ঘটনার ফলে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
গাড়ির চালক কার্তিককুমার গুপ্ত এবং তার স্ত্রীর মাথা ফেটে যায়। দুই শিশু অল্পের জন্য রক্ষা পায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা এবং বাঁকড়া পুলিশ ফাঁড়ির পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় নার্সিংহোমে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। প্রাণে বেঁচে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কার্তিক। তিনি বলেন ঈশ্বরের আশীর্বাদে প্রাণে বেঁচেছেন। এই দুর্ঘটনার জেরে হাওড়া আমতা রোডে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন, পঞ্চমীতে বেলুড় মঠে প্রস্তুতি, বোধনের আগে সুসজ্জিত দেবীর মণ্ডপ