সুনীত হালদার, হাওড়া : ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্য়ু হল শাশুড়ি ও জামাইয়ের। গতকাল ঘটনাটি ঘটে লিলুয়ার চকপাড়া নতুন পল্লিতে। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মেয়ে।


স্থানীয় সূত্রে খবর,  রাত ১টা নাগাদ কোনও ভাবে দরমার ঘরে আগুন লেগে যায়। আগুনে ঝলসে যান ৮৪ বছরের আঙুরবালা দলুই ও তাঁর জামাই, ৬০ বছরের মধু সানা। ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠি। আগুন লাগার কারণ জানতো ফরেন্সিক পরীক্ষা হবে বলে তিনি জানিয়েছেন।


 ওই এলাকার একটি দরমার ঘরে থাকতেন শাশুড়ি, মেয়ে এবং জামাই। বাড়িতে কোনরকম বিদ্যুৎ সংযোগ ছিল না । কেরোসিন তেলের বাতিজ্বলছিল ঘরে।  ধুপও জ্বালানো হয়েছিল। তার থেকেই আগুন লেগে গিয়ে থাকতে পারে বলে  অনুমান স্থানীয় বাসিন্দাদের ।


ওই বাড়িতে যখন আগুন লাগে তখন বাসিন্দারা সকলেই ঘুমিয়ে ছিলেন। দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়িটি।  স্থানীয় বাসিন্দারা যখন টের পান, আগুন তখন অনেকটাই গ্রাস করেছে বাড়িটাকে।  আগুন নেভানোর চেষ্টা শুরু করেন তাঁরা। খবর দেওয়া হয় দমকলকেও। পাশাপাশি  স্থানীয়রা খবর দেয় লিলুয়া থানায় ও দমকলে ।


দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । তবে ততক্ষণে ঘরের মধ্যে অগ্নি দগ্ধ হয়ে মারা গিয়েছেন  আঙুর বালা দলুই ও তাঁর জামাই মধু সানা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় মেয়ে কমলা সানাকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ। 


আনন্দপুরে আগুন 


রবিবারের সকালে আরও একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে আনন্দপুরে ফর্টিস হাসপাতালের কাছে। ইএম বাইপাসের ধারে পরপর ঝুপড়িতে ভয়াবহ আগুন লেগে যায় । একের পর এক এক গ্যাস সিলিন্ডার ফাটতে শুরু করে।  বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ভস্মীভূত হয়ে যায় ৫০-টিরও বেশি ঝুপড়ি।


দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভাতে ছুটে আসে।  রবিবার ঝোড়ো হাওয়ায় আগুন বাড়ছিল হু হু করে। দাউদাউ করে জ্বলে যায় একাধিক ঝুপড়ি। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও। সেখানে একাধিক ছোট হোটেল রয়েছে, রয়েছে বসতিও। দমকলের ১০টি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে খাক গৃহস্থালির জিনিস থেকে শুরু করে টাকাকড়ি, সোনাদানা। খবর পেয়ে এলাকায় যান কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, মন্ত্রী জাভেদ খান ও সাংসদ মালা রায়। 


আরও পড়ুন :


 চিংড়িঘাটায় মেট্রোর কাজের জেরে বিকল্প পথ, কোন রুটে পৌঁছবেন গন্তব্যে?