সুনীত হালদার, উলুবেড়িয়া: বচসার জেরে চরম পরিণতি। ছুরির আঘাতে খুন কিশোর। ঘটনা হাওড়ার (Howrah) উলুবেড়িয়া চেঙ্গাইল কলাবাগান এলাকার। মৃত কিশোর স্থানীয় একটি জুট মিলের কর্মী ছিল।


ছুরির আঘাতে মৃত্য়ু কিশোরের: পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে উলুবেড়িয়ার চেঙ্গাইল কলাবাগান এলাকায় বাইকের আওয়াজ করা নিয়ে দু'দল যুবকের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। তখনকার মত বচসা মিটে যায়। মৃতের পরিবারের অভিযোগ এরপর রাত ২ টো নাগাদ মৃত কিশোরের দাদার খোঁজে স্থানীয় দুই দুষ্কৃতী আকাশ জানা ও সাগর জানা ওই এলাকায় আসে। দাদাকে খুঁজে না পেয়ে ভাই দেখে অভিযুক্তরা তার উপর হামলা চালায়। বচসা, হাতাহাতির মধ্যে হঠাৎই ওই কিশোরে পেটে ছুরি ঢুকিয়ে দেয় অভিযুক্তরা। ছুউলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। তবে অভিযুক্ত দুই দুষ্কৃতী আকাশ জানা ও সাগর জানা ঘটনার পর থেকে পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


এদিকে রাজ্যে ফের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। অভিযোগ, হস্টেলে উঁচু ক্লাসের ছাত্ররা বেধড়ক মারধর করেছে এক পড়ুয়াকে। কলকাতার এক হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি রয়েছে তৃতীয় শ্রেণির ওই পড়ুয়া। আক্রান্ত ছাত্রের পরিবারের তরফে দাবি করা হয়েছে, গত শনিবার হস্টেল কর্তৃপক্ষ জানায়, পায়ে চোট পাওয়ায় ছাত্রটিকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন বাড়ির লোকজন।  কিন্তু, তাতেও বিশেষ সুরাহা না হওয়ায় গত মঙ্গলবার কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পেডিয়াট্রিক বিভাগের ICU-তে চিকিৎসা চলছে তার।কলকাতার হাসপাতালে ছাত্রটিকে আনার পর, সেখানকার পুলিশ আউটপোস্টে হস্টেলে মারধরের অভিযোগ দায়ের করে পরিবার। পুলিশের পক্ষ থেকে একটি মামলাও রুজু করা হয়েছে।ছাত্রের মেডিক্যাল টেস্টের পর, স্থানীয় থানাতেও অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ঘটনার কথা জানার পরই, গতকাল হাসপাতালে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস। জখম ছাত্রটির সঙ্গে দেখা করার পাশাপাশি, পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেছেন তিনি। ঘটনা সম্পর্কে জেলাশাসক ও পুলিশ সুপারকে দ্রুত রিপোর্ট দিতে বলেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। চেয়ারপার্সন জানিয়েছেন, “দ্রুত ওই বিদ্যালয়ে যাব। তথ্য চাওয়া হবে। শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে গুরুতর। সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অন্য আবাসিকগুলির জন্য সতর্কবার্তা,আপনারা শিশু কমিশনের নজরদারিতে আছেন।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Mamata Banerjee: 'ঝড়ে এত বাড়ি ভেঙে গেল, কী করেছে বিজেপি?' আক্রমণ মমতার