সুনীত হালদার, হাওড়া: বৃহস্পতিবার মর্মান্তিক দুর্ঘটনা উলুবেড়িয়ায় (Uluberia)। প্রিয়জনের শেষকৃত্য সেরে ফেরার সময় লাইটপোস্টে গাড়ির ধাক্কা। এই ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সঙ্গে আরও একটি গাড়ির সংঘর্ষ হয়। আহত হন ১০ জন।
জানা গিয়েছে, আজ ভোর সাড়ে ৫টা নাগাদ হাওড়ার উলুবেড়িয়ার ফকিরপাড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। বাউড়িয়া থেকে শেষকৃত্য সেরে ফিরছিল বাগনানের একটি পরিবারের সদস্যরা। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়ি লাইটপোস্টে ধাক্কা মারায়, ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। আহত হন ৬ জন। গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়।
এরপর দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সঙ্গে বালি থেকে দিঘাগামী আরেকটি গাড়ির সংঘর্ষে আরও ৪ জন আহত হন। আহতদের উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেপরোয়া গতিই প্রথম গাড়িটির দুর্ঘটনায় পড়ার কারণ বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন, নবরাত্রিতে নবরূপে রামলালা, সোনা-রুপো দিয়ে তৈরি পোশাকে অঙ্গরাগ
এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জনের জানা গিয়েছে মৃতের নাম প্রশান্ত পাঠক ও বুলান ধাড়া। বাড়ি হাওড়ার বাগনানে।বাগনানের মুরালীবাড় এলাকা এক মহিলার শেষকৃত্য করে বাউড়িয়া থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।
আহতরা এই মুহূর্তে উলুবেরিয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। পুলিশ গাড়ি দুটিকে আটক করেছে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় ১৬ নম্বর জাতীয় সড়কে।
অন্যদিকে, এদিনই সাতসকালে বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা। রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। ভোর সাড়ে ৪টে নাগাদ কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার কাঁচাবেড়িয়ায় বাসন্তী হাইওয়ের ওপর দুর্ঘটনা ঘটে। গাড়ির সন্ধান পেতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে