সুনীত হালদার, হাওড়া : দিল্লির বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য ঘিরে হাওড়ার বিভিন্ন জায়গায় প্রতিবাদের নামে ২ দিন ধরে তাণ্ডব চলে। তার জেরে ডোমজুড় থানায় ভাঙচুরও চলে। পুলিশ কিয়স্কে আগুন ধরিয়েও দেওয়া হয় বলে অভিযোগ। পাঁচলা, উলুবেড়িয়ায় বিজেপি পার্টি অফিসে আগুন লাগানো হয় বলে খবর। অশান্তি এড়াতে সোমবার পর্যন্ত গোটা হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।


          বাতিল একাধিক ট্রেন



  • বাতিল চারটি দূরপাল্লার ট্রেন

  • দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, শনিবার বাতিল করা হয়েছে টাটানগর-হাওড়া ইস্পাত এক্সপ্রেস। 

  • আদ্রা-হাওড়া শিরোমণি এক্সপ্রেস, পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস ও ভদ্রক-হাওড়া এক্সপ্রেস।

    ট্রেনের সময়সূচি পরিবর্তন 
    নির্ধারিত সময়ের একঘণ্টা পর ছেড়েছে -

  • হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস

  • হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস

  • হাওড়া-তিতলিগড় কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস

  • হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস এদিন ।

  • হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেসও আজ একঘণ্টা দেরিতে ছাড়বে। 

    বৃহস্পতিবার হাওড়ায় ঘণ্টার পর ঘণ্টা পথ অবরোধের পরই, মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন করে মানুষকে ভোগান্তিতে ফেলে, এ ধরণের প্রতিবাদ না জানানোর জন্য। বৃহস্পতিবার হাওড়ায় ঘণ্টার পর ঘণ্টা পথ অবরোধের পরই, মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন করে মানুষকে ভোগান্তিতে ফেলে, এ ধরণের প্রতিবাদ না জানানোর জন্য। উলুবেড়িয়ার নরেন্দ্র মোড়ে জ্বালিয়ে দেওয়ার হল পুলিশের একাধিক গাড়ি, কিয়স্ক। শুক্রবার ডোমজুড়ের রানিহাটির মোড় থেকে সাঁতরাগাছির আগে পর্যন্ত, ৬ নম্বর জাতীয় সড়কের ১৩ কিলোমিটার ১৪৪ ধারা জারি করা হয়েছিল বলে প্রশাসন সূত্রে খবর। কিন্তু তা তোয়াক্কা না করেই এদিন দুপুর একটা থেকে বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ।

    বন্ধ ইন্টারনেট পরিষেবা 


অশান্তি এড়াতে সোমবার পর্যন্ত গোটা হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। যাতে গুজব না ছড়ায়, নতুন করে অশান্তি না বাধে সে কারণে এই পদক্ষেপ। বিজ্ঞপ্তি জারি করে জানায় নবান্ন।