সুনীত হালদার, হাওড়া: একে বড়দিনের (Christmas) রাত, তার ওপর ফাঁকা বাড়ি। সাহসে ভর করে এবার পুলিশের (Policce) বাড়িতেই সিঁধ কেটে লক্ষাধিক টাকা ও গয়না হাতিয়ে চম্পট দিল চোর। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 


ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) উলুবেড়িয়ার (Uluberia) যদুবেড়িয়া এলাকায়। বড়দিন পালন করতে মেদিনীপুরের (Medinipur) দেশের বাড়িতে গিয়েছিলেন ওই পুলিশ কর্মী। আর সেই সুযোগেই চুরির কাজ চালায় দুষ্কৃতীরা। বড়দিনের রাতে হাওড়ার উলুবেড়িয়ায় খোদ পুলিশ কর্মীর বাড়িতে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। 


জানা গিয়েছে বড়দিনের রাতেই যদুবেড়িয়া এলাকায় পরপর দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, বড়দিন উপলক্ষে সপরিবারে পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে দেশের বাড়িতে যান পুলিশ কর্মী। পাশের বাড়িটিও ফাঁকা ছিল। অভিযোগ, গতকাল রাতে দুটি বাড়িতে ঢুকে আলমারি ভেঙে কয়েক লক্ষ টাকার গয়না ও নগদ টাকা লুঠ করে দুষ্কৃতীরা।


আরও পড়ুন, ১ দিনে করোনা আক্রান্ত ১ লক্ষ, বর্ষশেষে নয়া কোভিড রেকর্ড ফ্রান্সে


রবিবার সকালে গোটা ঘটনাটি জানাজানি হতেই পুলিশের বাড়িতে চুরির খবর পুলিশে দেওয়া হয়। ঘটনাস্থলে উলুবেড়িয়া থানার পুলিশ। কে বা কারা এই চুরি করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।  


এদিকে, রাজ্যজুড়ে ফেস্টিভ মুড। পার্ক স্ট্রিট (Park Street), বো ব্যারাক থেকে লেকটাউন। সর্বত্রই জনস্রোত। বড়দিনের (Christmas) আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী। সামনের সপ্তাহেই বর্ষশেষ ও বর্ষবরণের সেলিব্রেশন। হই-হুল্লোড়ের মাঝে দেখা গেল কোভিড বিধি লঙ্ঘনের সেই চেনা ছবি। কেউ অবলীলায় ঘুরছেন মাস্ক (Mask) ছাড়া। কোথাও ঘুচে গিয়েছে সোশাল ডিসট্যান্সিং (Social Distancing)। 


যদিও অনেকে বলছেন যথেষ্ট নিয়ম মেনেই তাঁরা উৎসব উদযাপন করছেন। চিকিৎসকরা বলছেন, সতর্কতা মেনেই আনন্দে গা ভাসাতে হবে, নাহলে ঘটতে পারে বড় বিপদ। কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব সব রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে সতর্ক করে লেখেন, ডেল্টার (Delta Variant) চেয়ে অন্তত তিন গুণ বেশি সংক্রমণ হতে পারে ওমিক্রনে।