ভাস্কর ঘোষ, বালি (হাওড়া): বালিতে (Bali) আক্রান্ত প্রতিবাদী টোটো চালক (Toto driver attacked)। বেশ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে (Hospitalised)। 


আক্রান্ত প্রতিবাদী টোটো চালক


গতকাল অর্থাৎ রবিবার রাতের ঘটনা। কী হয়েছিল? পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেশি রাতে বালি নিমতলায় টোটো স্ট্যান্ডের সামনে রাস্তার উপরে দুই যুবক বাইক দাঁড় করিয়ে নিজেদের মধ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল। তখন সেখানে উপস্থিত ছিলেন টোটো চালকেরা। ওই দুই যুবকের কাণ্ড দেখে তাদের বারণ করে টোটো চালকেরা। একইসঙ্গে তাদের গাড়ি সরিয়ে নিয়ে যেতেও বলা হয় সেখান থেকে। এরপরেই শুরু হয় ঝামেলা। অভিযুক্তরা টোটো চালকদের সঙ্গে বিবাদে জড়িয়ে পরে।


বিবাদ থেকে পরিস্থিতি ধীরে ধীরে ধাক্কাধাক্কি, হাতাহাতিতে পৌঁছলে অন্যান্যরা এসে সাময়িকভাবে বিষয়টি মিটিয়ে দেন। কিন্তু অভিযোগ ওই দুই যুবক মদ্যপ ছিলেন এবং তারা ফোন করে তাদের এলাকার বন্ধুদের ডাকে। এর কিছুক্ষণ পরে প্রায় জনা ২৫ যুবক লাঠি, রড হাতে উপস্থিত হয় এবং চড়াও হয় টোটো চালকদের উপর।


তারা আসার মধ্যে বেশ কিছু টোটো চালক বাড়ি চলে যাওয়ায় মাত্র দু একজনই সেখানে ছিলেন। তখনই একা পেয়ে বিষ্ণু চন্দ্র ধর নামের এক টোটো চালককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে অন্যান্য টোটো চালক ছুটে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে খবর যায় বালি থানায়। গুরুতর আহত অবস্থায় চালককে হাসপাতালে ভর্তি করা হয়।


আরও পড়ুন: TMC: চাকরি দেওয়ার নামে পরিচারিকার কাজ-আদিবাসী কটূক্তি; বিস্ফোরক অভিযোগ রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে


ধরা পড়েছে অভিযুক্তরা?


পুলিশ এসে পৌঁছনোর আগে অভিযুক্তরা পালিয়ে গেলেও পুলিশি খানাতল্লাশিতে তিনজনের নাম উঠে এসেছে। যাদের মধ্যে উজ্জ্বল সিং এবং রাজেশ দাস নামে বালি  ও দুর্গাপুরের বাসিন্দা দুই যুবককে পুলিশ গ্রেফতার করেছে ইতিমধ্যে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ওই রাতে টোটো চালকেরা বালি থানায় এসে অভিযোগ জমা দেয় এবং নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানায়।