বিটন চক্রবর্তী ও সুনীত হালদার, পূর্ব মেদিনীপুর ও হাওড়া : এটিএম (ATM) ভেঙে লুঠের চেষ্টা দুই জেলায়। হাওড়ায় (Howrah) আটক এক। পূর্ব মেদিনীপুরে (Purba Medinupur) এটিএম ভাঙা হলেও, টাকা খোয়া গেছে কিনা স্পষ্ট নয়। শুরু হয়েছে তদন্ত।


দুস্কৃতীদের (Miscreant) টার্গেট হয়ে উঠছে রক্ষীহীন এটিএম কাউন্টার। পূর্ব মেদিনীপুরে লুঠের জন্য আস্ত এটিএম-ই বাইরে বের করে আনে দুষ্কৃতীরা। হাওড়াতেও ভাঙা হয় এটিএম। বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের তমলুক (Tamluk) থানার ডিমারিহাটে কাউন্টারের বাইরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পুলিস সূত্রে খবর, সিসি ক্যামেরা (CCTV) ভেঙে দুষ্কৃতীরা অপারেশন চালায়। জনবহুল এলাকায় এই ঘটনা ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তমলুক থানার পুলিশ সূত্রে খবর, টাকা লুঠ হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। ঘটনা নিয়ে মুখ খুলতে চায়নি ব্যাঙ্ক কর্তৃপক্ষ।


এদিকে, হাওড়ার বেলগাছিয়াতেও (Belgachia) এটিম ভেঙে টাকা লুঠের চেষ্টা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে টহল দেওয়ার সময় ব্যাঁটরা থানার পুলিশকর্মীরা বেনারস রোডে এক ব্যক্তিকে এটিএম ভাঙতে দেখেনর। আটক করা হয় ওই ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তি মত্ত ছিলেন। উত্তরপ্রদেশের বাসিন্দা ওই ব্যক্তি গোলাবাড়ির ফজিরবাজার লেনে থাকতেন। কিছুদিন আগেই ডোমজুড় থানার অন্তর্গত শলপ বাজার এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি এটিএম গ্যাস কাটার দিয়ে কেটে টাকা লুঠের চেষ্টা হয়। এরপর এটিএম-এর গেট খুলে দেখা যায় এ টি এম ভাঙা। ভিতরে পড়ে রয়েছে একটি গ্যাস কাটার। দুষ্কৃতী দের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। খতিয়ে দেখা হয় সিসিটিভি। কয়েকমাস আগেই লিলুয়া থানা এলাকাতেও একটি এ টি এম লুঠের চেষ্টা হয়েছিল। মাঝে উত্তরপাড়ার বিপিএমবি সরণীর একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা হয়।


আরও পড়ুন- এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা, উত্তেজনা উত্তরপাড়ায়