সুকান্ত মুখোপাধ্যায়, হাওড়া: প্রবল ঝড়বৃষ্টির জেরে, মাঝপথে বিকল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস (Howrah-Puri Vande Bharat)। রবিবার প্রায় মাঝরাতে সাড়ে সাত ঘন্টা দেরিতে হাওড়া স্টেশন এর ২২নম্বর প্লাটফর্মে এসে পৌঁছয় হাওড়া-পুরী বন্দে ভারত । রাত প্রায় আড়াইটে নাগাদ বন্দে ভারত এসে পৌঁছয় হাওড়া স্টেশন ( Howrah Station)। যার জেরে আজ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস বাতিল করা হয়েছে।


 ৭ ঘন্টা দেরিতে পুরী থেকে হাওড়া পৌঁছল বন্দে ভারত


রবিবার দুপুরে প্রবল ঝড়বৃষ্টিতে মাঝপথে বিকল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। ওড়িশার জাজপুরে বৈতরণী নদীর ওপর দীর্ঘক্ষণ থমকে রইল ট্রেন। বন্ধ হয়ে যায় আলো, এসি। চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। যাত্রা শুরুর দ্বিতীয় দিনেই বিপত্তি পুরী-হাওড়া 'বন্দে ভারত' এক্সপ্রেসে। রবিবার, দুপুর ১টা ৫০ মিনিটে পুরী থেকে ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস। বিকেল, ৪ টে ৩৫ মিনিটে ওড়িশার জাজপুর স্টেশন ছাড়ার কিছু পরে বিকল হয়ে যায় ট্রেনটি।বৈতরণী নদীর ব্রিজের ওপর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে বন্দে ভারত।


আজ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস বাতিল


রেল সূত্রে খবর, প্রবল ঝড়বৃষ্টিতে ভেঙে যায় ট্রেনের প্যান্টোগ্রাফ। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের সামনের উইন্ড স্ক্রিন ও সামনের অনেকটা অংশ এবং এর একটি কামরার কাঁচ। সি ৩ কামরার একটি জানলার কাঁচ ভেঙে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায়, নিভে যায় ট্রেনের আলো ও বন্ধ হয়ে যায় এসি। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলকর্মীরা। দীর্ঘক্ষণ পর ট্রেনের কামরায় ব্যাটারির মাধ্যমে আলো জ্বালানো হয়। তবে এসি বন্ধ থাকায় গরমে নাকাল হন যাত্রীরা। অন্য ইঞ্জিনের সাহায্যে বন্দে ভারতকে নিয়ে আসা হয়। হাওড়ায় পৌঁছে হাফ ছেড়ে বাঁচেন যাত্রীরা। রেল সূত্রে খবর, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনটি। ফলে সোমবার হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
 


ভার্চুয়ালি হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন


 ভার্চুয়ালি হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi )  । পুরীতে মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সাড়ে ৬ ঘণ্টায় হাওড়া থেকে পুরী পৌঁছবে বন্দে ভারত। খড়গপুর স্টেশনে ট্রেনে উঠে চালক ও যাত্রীদের অভিনন্দন জানান বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। যাত্রীদের সঙ্গে সেলফিও তোলেন। 


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 


কবে কবে  চলবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস ?


বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন চলবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে ছেড়ে প্রথম দাঁড়াবে খড়গপুরে। তারপর বালেশ্বর, ভদ্রক, জাজপুর-কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর, খুরদা রোডে দাঁড়াবে বন্দে ভারত। বন্দে ভারতের চেয়ার কারে হাওড়া থেকে পুরী যেতে খরচ ১ হাজার ২৬৫ টাকা। এগজিকিউটিভ ক্লাসের ভাড়া ২ হাজার ৪২০ টাকা।