আবীর দত্ত , ময়ূখ ঠাকুর চক্রবর্তী , হুগলি : হাওড়ায় রাম নবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র হাতে যুবকের ছবি পোস্ট
করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) । বিহারের মুঙ্গের ( Bihar Munger ) থেকে অভিযুক্ত সুমিত সাউকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ ( Howrah City Police ) । ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
গ্রেফতার
সালকিয়ার শম্ভু হালদার লেনের বাসিন্দা বছর ১৯-এর সুমিত সাউ । সে ঘটনার পরেই, মুঙ্গেরে আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়েছিল। সোমবার সেখান থেকেই তাকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ। পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্র হাতে রাম নবমীর ( Ram Navami ) মিছিলে থাকার কথা কবুল করেছে ওই তরুণ। ইতিমধ্যেই হাওড়ার তদন্ত শুরু করেছে সিআইডি ( CID )। অভিযুক্তের বিরুদ্ধে অতীতে কোনও অপরাধের রেকর্ড আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
কুণালের প্রতিক্রিয়া
'বিজেপির মুখোশ খুলে গেছে, মুঙ্গের বাহিনীকে হাওড়ায় এনে গন্ডগোল করিয়েছে।' বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ।
সজলের পাল্টা
পাল্টা আক্রমণ এসেছে বিজেপির তরফে। 'কুণাল ঘোষেরই মুখোশ খুলে গেছে। সুমিতের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কুণাল কী করে নিশ্চিত হচ্ছে' , পাল্টা প্রশ্ন বিজেপি নেতা সজল ঘোষের।
আরও পড়ুন :
রাতেও অশান্ত রিষড়া, শ্রীরামপুরে সুকান্ত ধর্নায় বসার আগেই মঞ্চ খুলল পুলিশ
অভিষেকের ট্যুইট
বৃহস্পতিবার, রামনবমীতে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার শিবপুর। সংঘর্ষ, ভাঙচুর, গাড়িতে আগুন, বাদ যায়নি কিছুই। এ-নিয়ে তৃণমূল ও বিজেপির তরফে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করা হয়। রাম নবমীর মিছিলে, পিস্তল হাতে এক যুবকের ছবি ট্যুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামনবমীর মিছিলে বন্দুর হাতে যুবকের ছবি ট্যুইট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। এরপরই সেই ভিডিও নিয়ে তুঙ্গে ওঠে রাজনীতি ।
হাওড়ার ঘটনার পর অভিষেক বলেন, 'আমাদের কাছে আগাম খবর ছিল। সৌহার্দ্য, সম্প্রীতির পরিবেশকে নষ্ট করার চক্রান্ত। গাইডলাইন মেনে শোভাযাত্রা করতে বলেছিল রাজ্য সরকার। পুলিশের ঠিক করে দেওয়া রুট গায়ের জোরে বদল করেছিল। গাইডলাইন না মেনে গুন্ডামি করা হয়েছে', বিজেপিকে (BJP) নিশানা করেন অভিষেক। তিনি আরও বলেন, ' চারটে গাইডলাইন দেওয়া হয়েছিল, একটাও মানা হয়নি'। কোমরে আগ্নেয়াস্ত্র নিয়ে রামনবমীর মিছিলে কেন, প্রশ্ন করেন অভিষেক।