কৃষ্ণেন্দু অধিকারী , রুমা পাল, বাচ্চু দাশ, কলকাতা : রিষড়াকাণ্ডের ( Rishra Violence ) জের। উত্তরবঙ্গ সফরের মাঝপথেই কলকাতায় ফিরছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ( C V Ananda Bose, Governor of West Bengal ) ।
কলকাতায় ফিরছেন সি ভি আনন্দ বোস
রাজভবন সূত্রে খবর, আগামীকাল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়ে বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা ছিল রাজ্যপালের। কিন্তু রিষড়াকাণ্ডের জেরে সেই কর্মসূচি বাতিল করে, তড়িঘড়ি আজই বাগডোগরা থেকে বিমানে চড়ে কলকাতায় ফিরছেন সি ভি আনন্দ বোস।
রাজ্যপালের প্রতিক্রিয়া
শুরু থেকেই হাওড়ার ঘটনায় কড়া অবস্থান নিয়েছে রাজভবন। রাজভবনের তরফে জারি করা কড়া বিবৃতিতে বলা হয় হাওড়ার পরিস্থিতি পর্যালোচনার জন্য় রাজ্য়পাল ও মুখ্য়মন্ত্রীর (Mamata Banerjee) মধ্য়ে কথা হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষা ও দুষ্কৃতীদের পরিবারের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়ার জন্য় রাজ্য় সরকারকে নির্দেশ দিয়েছেন রাজ্য়পাল। এই ধরনের অপরাধমূলক ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য় কঠোর ব্য়বস্থা নেওয়ার ব্য়াপারে মুখ্য়মন্ত্রী আশ্বস্ত করেছেন। ঘটনার দিকে প্রতি মুহূর্তে নজর রেখে চলেছে রাজভবন এবং এর জন্য় একটি স্পেশাল সেল তৈরি করা হয়েছে।
এবিপি আনন্দকে দেওয়া প্রতিক্রিয়ায় রাজ্যপাল বলেন, ‘পুলিশকে নির্ভয়ে, নিরপেক্ষ ভাবে কর্তব্য করতে হবে। বস্তুনিষ্ঠ হতে হবে। দায়বদ্ধ হতে হবে। দ্রুততার সঙ্গে পদক্ষেপ করতে হবে।’
ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
রাজ্যে রামনবমীর মিছিল ঘিরে অশান্তি ছড়িয়েছে হাওড়া থেকে হুগলি। এই প্রেক্ষিতে শুক্রবার রাজ্য়পাল সি ভি আনন্দ বোসকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন রাজ্য়পালের সঙ্গে দেখা করেন রাজ্য়ের স্বরাষ্ট্রসচিবও। সূত্রের খবর, অশান্তি এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে তাঁদের কথা হয়।
সোমবার রিষড়ায় অশান্তি
হাওড়ার পর রামনবমীর মিছিল ঘিরে হুগলির রিষড়ায় শুরু হয় অশান্তি। রবিবারের পর সোমবারও এই ঘটনাকে ঘিরে তুলকালাম হয়। রিষড়ার চার নম্বর রেল গেটে তাণ্ডবের জেরে রাত ১০টা থেকে হাওড়া-ব্যান্ডেল মেইন লাইনে কার্যত স্তব্ধ হয়ে যায় রেল পরিষেবা। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ও দূরপাল্লার ট্রেন। শ’য়ে শ’য়ে মানুষ আটকে পড়েন। হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। প্রায় তিন ঘণ্টা পর, রাত সোয়া ১টা নাগাদ হাওড়া থেকে ফের ট্রেন চলাচল শুরু হয়।
আরও পড়ুন :