সুনীত হালদার, হাওড়া : কলকাতার পর এবার হাওড়াতেও (Howrah) বেপরোয়া গাড়ির ধাক্কায় (Road Accident) পথচারীর মৃত্যু। সকাল ৭ টা নাগাদ সালকিয়ার (Salkia)  বাঁধাঘাট মোড়ের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, পিছন দিক থেকে ওই  পথচারীকে ধাক্কা মারে গাড়ি।  ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। মর্মান্তিক এই  দুর্ঘটনা  সিসি ক্যামেরায় ধরা পড়েছে। অভিযুক্ত গাড়ি চালকের খোঁজ চালাচ্ছে মালিপাঁচঘড়া থানার পুলিশ।


উল্লেখ্য, গতকাল রাতে কলকাতা জোড়া দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টা নাগাদ যাদবপুরের কৃষ্ণা গ্লাসের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়। এক কিশোরী-সহ আহত ৬ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় লেক গার্ডেন্সের বাসিন্দা রাহুল বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ। তিনিই গাড়ি চালাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে তিনজন সওয়ারি ছিলেন। চালক মত্ত অবস্থায় ছিলেন বলে পুলিশের দাবি। ধৃতের বিরুদ্ধে সজ্ঞানে অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।


গতকাল দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে রাত সাড়ে ১১টা নাগাদ। গোলপার্কে ফুটপাথে উঠে যায় ভারত সরকারের বোর্ড লাগানো নীলবাতির গাড়ি। ভেঙে গুঁড়িয়ে দেয় পাঁচটি দোকান। অল্পের জন্য রক্ষা পান পথচারীরা। ঘটনার পর গাড়ির দুই সওয়ারি পালিয়ে গেলেও বাকি ২ জনকে আটক করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ।


 অন্যদিকে,  রবিবারের সকালে হাওড়াতেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির।  বাজার থেকে মাংস কিনে ফেরার পথে, ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর। দুর্ঘটনাকে কেন্দ্র করে হাওড়ার আমতার খেজুরতলায় উত্তেজনা। একাধিক ডাম্পার ভাঙচুর। সকাল সোয়া ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটে। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেন স্থানীয়রা। উলুবেড়িয়া-আমতা রোড অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। ডাম্পার চালক পলাতক।শেষপর্যন্ত পুলিশ বুঝিয়ে সুঝিয়ে মৃতদেহ সরিয়ে নিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে।